Page 1 of 1

বাংলাদেশের পরিচিতি- ১ম পর্ব

Posted: Tue Sep 27, 2022 11:14 am
by abdurrahmanjaky
সরকারি নামঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
(People’s Republic of Bangladesh)
রাজধানীঃ ঢাকা।

ভাষাঃ রাষ্ট্র ভাষা বাংলা।

আয়তনঃ ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গমাইল।
[বিঃদ্রঃ ৫৬,৯৭৭ বর্গ মাইল না থাকলে ৫৫,৫৯৯ দিতে হবে।]

ভৌগোলিক অবস্থানঃ ২০o৩৪ উত্তর হতে ২৬o৩৮ উত্তর অক্ষাংশ এবং ৮৮o০১ পূর্ব হতে ৯২o৪১ পূর্ব দ্রাঘিমাংশ।
সীমানাঃ উত্তরে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার। পশ্চিমে ভারেতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর।

মোট সীমাঃ ৫,১৩৮ কি.মি.।

সরকার পদ্ধতিঃ সংসদীয় পদ্ধতির সরকার। গণতান্ত্রিক ব্যবস্থা, এক কক্ষবিশিষ্ট পার্লামেন্ট। এর নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদে ৩০০ জন নির্বাচিত প্রতিনিধি থাকে। (উল্লেখ্য যে, সংসদে মহিলাদের জন্য ৫০টি সংরক্ষিত আসন রয়েছে। মোট আসন ৩৫০টি।)

লোকসংখ্যাঃ ১৬ কোটি ৩৭ লাখ (অর্থনৈতিক সমীক্ষা-২০১৯) (২০১১ সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী-১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন)।
পুরুষঃ ৭,৪০,৮০,৩৮৬ জন [২০১১ আদমশুমারির রিপোর্ট অনুযায়ী]।
মহিলাঃ ৭,৪৭,৯১,৯৭৮ জন। [২০১১ আদমশুমারির রিপোর্ট অনুযায়ী]।

পুরুষ ও মহিলা অনুপাতঃ ১০০.২ : ১০০ [অর্থনৈতিক সমীক্ষা-২০১৮] ১০০.৩ : ১০০ জন। [২০১১ আদমশুমারির রিপোর্ট অনুযায়ী]।

জনসংখ্যার ঘনত্বঃ বর্তমানে ১১০৩ জন প্রতি বর্গ কি.মি. (অর্থনৈতিক সমীক্ষা-২০১৯)।

(২০১১ সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী ১০১৫ জন প্রতি বর্গকিলোমিটারে)।

জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৭% (অর্থনৈতিক সমীক্ষা-২০১৯) (২০১১ সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী ১.৩৭%।)