Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7470
প্রশ্নঃ জাতীয় রাজস্ব বোর্ড ঘোষিত সর্বশেষ শুল্ক ষ্টেশন কোনটি?
উঃ রামপাল বিদ্যুৎকেন্দ্র এলাকা।

প্রশ্নঃ ষষ্ঠ কৃষি শুমারী কবে অনুষ্ঠিত হয়?
উঃ ৬-২০ জুন ২০১৯।

প্রশ্নঃ গবাদি পশু উৎপাদন বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১২ তম।

প্রশ্নঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?
উঃ অধ্যাপক ড. কাজী শহীদুল্ল্যাহ।

প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পে কবে প্রথম রেলওয়ে স্প্যান বসানো হয়?
উঃ ১৭ মে ২০১৯।

প্রশ্নঃ ২০১৯ সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে কে?
উঃ অধ্যাপক সফিউদ্দীন আহমেদ, অধ্যাপক বেগম আকতার কামাল, শিল্পী ইকবাল আহমেদ।

প্রশ্নঃ ২০১৮ সালের নজরুল পুরস্কার লাভ করেন কে কে?
উঃ কথাশিল্পী সেলিনা হোসেন ও নজরুল সঙ্গীত শ্ল্পিী জোসেফ কমল রড্রিক্স।

প্রশ্নঃ ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা হবে কবে?
উঃ ১৭-২৪ মার্চ ২০২১ সালে।

প্রশ্নঃ বৈশ্বিক শিশু অধিকার সূচক ২০১৯ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১০৮ তম।

প্রশ্নঃ ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন বনলতা এস্কপ্রেস ট্রেনটি চালু হয় কবে?
উঃ ২৫ এপ্রিল ২০১৯।

প্রশ্নঃ কোন তিনটি ইকোনোমিক জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর গঠিত হয়?
উঃ মিসরাই, সীতাকুণ্ড ও ফেণী।


সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    818 Views
    by masum
    0 Replies 
    581 Views
    by kajol
    0 Replies 
    788 Views
    by shanta
    0 Replies 
    575 Views
    by tamim
    0 Replies 
    478 Views
    by mousumi

    Central Counterparty Bangladesh Limited (CCBL) has[…]

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]