Page 1 of 1

সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী – ২য় পর্ব

Posted: Tue Sep 27, 2022 10:58 am
by abdullahabunayem4
প্রশ্নঃ জাতীয় রাজস্ব বোর্ড ঘোষিত সর্বশেষ শুল্ক ষ্টেশন কোনটি?
উঃ রামপাল বিদ্যুৎকেন্দ্র এলাকা।

প্রশ্নঃ ষষ্ঠ কৃষি শুমারী কবে অনুষ্ঠিত হয়?
উঃ ৬-২০ জুন ২০১৯।

প্রশ্নঃ গবাদি পশু উৎপাদন বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১২ তম।

প্রশ্নঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?
উঃ অধ্যাপক ড. কাজী শহীদুল্ল্যাহ।

প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পে কবে প্রথম রেলওয়ে স্প্যান বসানো হয়?
উঃ ১৭ মে ২০১৯।

প্রশ্নঃ ২০১৯ সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে কে?
উঃ অধ্যাপক সফিউদ্দীন আহমেদ, অধ্যাপক বেগম আকতার কামাল, শিল্পী ইকবাল আহমেদ।

প্রশ্নঃ ২০১৮ সালের নজরুল পুরস্কার লাভ করেন কে কে?
উঃ কথাশিল্পী সেলিনা হোসেন ও নজরুল সঙ্গীত শ্ল্পিী জোসেফ কমল রড্রিক্স।

প্রশ্নঃ ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা হবে কবে?
উঃ ১৭-২৪ মার্চ ২০২১ সালে।

প্রশ্নঃ বৈশ্বিক শিশু অধিকার সূচক ২০১৯ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১০৮ তম।

প্রশ্নঃ ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন বনলতা এস্কপ্রেস ট্রেনটি চালু হয় কবে?
উঃ ২৫ এপ্রিল ২০১৯।

প্রশ্নঃ কোন তিনটি ইকোনোমিক জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর গঠিত হয়?
উঃ মিসরাই, সীতাকুণ্ড ও ফেণী।


সংগৃহীত:-