Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#7468
আত্মবিশ্বাস দামী পোশাক, অলঙ্কার অথবা আপনার সজেগোজের ধরণ থেকে আসেনা। আত্মবিশ্বাস হলো একটি অনুভুতির নাম যেটার পূর্ব শর্ত হলো নিজে আত্মবিশ্বাসী হিসেবে জাহির করবেন। নিজেকে গুছিয়ে রাখার অভ্যাস করুন। আপনি যে পোশাক বা সাজে নিজেকে স্বচ্ছন্দ মনে করেন তাই করুন। একজন নারীর নিজেকে গুছিয়ে রাখার ক্ষমতাও তার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি বহন করে।

নানীরা যে কেবল ঘরদোর সামলায় তা নয়। আধুনিক নারীরা এখন ঘর সামলানোর পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেদের সম্পৃক্ত করছেন। এখানেও নারীদের আত্মবিশ্বাসী হওয়ার কোন বিকল্প নেই, মনে রাখবেন কেউই এই পৃথিবীতে সকল প্রতিভা বা গুন নিয়ে বন্মায় না। বরং এগুলো অর্জন করে নিতে হয়। আর তাই কর্মক্ষেত্রে নিজের অপারগতা নিয়ে হীনম্যতায় না ভুগে আত্মবিশ্বসের সাথে কাজ বুঝে নেয়ার চেষ্টা করুন।

নারী বলে আপনি নিজেকে গুটিয়ে রাখবেন এই ধারণা বর্তমান সময়ে অমূলক। তাই নিজেকে গুটিয়ে না রেখে বরং মেলে ধরুন। চ্যালেঞ্জ নিতে শিখুন, যেকোনো রকমের প্রতিযোগিতামূলক কাজ থেকে নিজেকে সরিয়ে রাখবেন না। তাহলে আপনি নিজেই নিজের কাছে ছোট হয়ে থাকবেন। প্রতিযোগিতায় নিজেকে সম্পৃক্ত করুন, হারলেও কখনোও নিজে নিজের কাছে ছোট হয়ে থাকবেন না।

হয়তো সব সময় নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে উপস্থাপন করা যায় না, কিন্তু নারীর মানসিক বিকাশের জন্য আত্মবিশ্বাসের কোন বিকল্প হয়না। নারূদের একই সাথে সমাজে সংসারে অনেকগুলো ভুমিকায় নিজেকে তুলে ধরতে হয় আর তাই নারীকে তার নিজের উপর আস্থা ফিরে পাওয়া বা আত্মবিশ্বাসী হয়ে উঠে খুব দরকারি। বেশিরভাগ নারীরাই তাদের বাহ্যিক সৌন্দর্য নিয়ে হীনমন্যতায় ভুগে থাকেন যা কিনা আত্মবিশ্বাসের পথে অন্যতম অন্তরায়। এই দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে। মনে রাখবেন সৌন্দর্য কখনোই একজন নারীর মূল্যায়নের মাপকাঠি হতে পারেনা।


সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4634 Views
    by bdchakriDesk
    0 Replies 
    574 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1248 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1242 Views
    by sajib
    0 Replies 
    1456 Views
    by rajib

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]