Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7466
প্রশ্নঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
উঃ ১৬ কোটি ৩৭ লাখ।

প্রশ্নঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় (জি. এন. আই) কত?
উঃ ১,৯০৯ মার্কিন ডলার বা ১,৬০,০৬০ টাকা।

প্রশ্নঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু দেশজ উৎপাদন (জি.ডি.পি.) কত?
উঃ ১,৮২৭ মার্কিন ডলার বা ১,৫৩,১৯৭ টাকা।

প্রশ্নঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার কত?
উঃ ৭২.৩% (পুরুষ-৭৪.৩% এবং মহিলা-৭০.২%)।

প্রশ্নঃ বাংলাদেশ জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০১৮ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
উঃ ১৬ কোটি ৪৬ লাখ (পুরুষ-৮কোটি ২৪ লাখ ও মহিলা-৮ কোটি ২২ লাখ)।

প্রশ্নঃ ওয়ানডে ক্রিকেটে তথা বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস কত?
উঃ ৩৩৩/৮ (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে)।

প্রশ্নঃ ২০১৯ সালে বৈশ্বিক শান্তিসূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১০১ তম।

প্রশ্নঃ দেশে প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় কোথায়?
উঃ দিনাজপ্ররের হাকিম পুরে।

প্রশ্নঃ ২০১৮ সালে বাংলাদেশে বিদেশী বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
উঃ চীন (বিনিয়োগের পরিমাণ ১০৩ কোটি মার্কিন ডলার)।

প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশ কতটি দেশে GSP সুবিধা পাচ্ছে?
উঃ ৩৮টি দেশে।

প্রশ্নঃ বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
উঃ ৪১ টি (সর্বশেষ নিবন্ধিত দল বাাংলাদেশ বংগ্রেস)।


সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    790 Views
    by masum
    0 Replies 
    516 Views
    by tamim
    0 Replies 
    435 Views
    by mousumi
    0 Replies 
    787 Views
    by raja
    0 Replies 
    412 Views
    by raja

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]