Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#7464
সারাদিনের শত ব্যস্ততার মধ্যেও নিজেকে সময় দিন। নিজেকে ভালবাসুন। আমি জানি আপনি বাসেন, তবুও বলছি, নিজেকে গভীরভাবে ভালবাসুন-শুধু আপনি যেমন, আপনি যা-সে জন্য।

নিজের কাজের ইতিবাচক সমালোচনা করুন, ভিতরের নেতিবাচক স্বত্বাটাকে গুরুত্ব কম দিন। দিনে যাই ভালো করুন না কেন, ধন্যবাদ দিন নিজেকে তার জন্য।

আপনি নিজেকে কি কারণে ভালবাসেন, তা লিখে রাখুন প্রতিরাতে ঘুমুতে যাবার আগে। মাস শেষে যখন পড়বেন সবগুলো একসাথে, দেখবেন নিজের সম্পর্কে অনেক উতিবাচক ধারণা সুষ্টি হয়ে গেছে।

অন্যকে খুশি করার দরকার আছে, কিন্তু সারাদিনে অন্তত একবার এমন কিছু করুন, যা আপনি করতে সত্যিই ভালবাসেন। যে কাজটি আপনি করবেন, সম্পূর্ণ আপনারই জন্য, আপনার আত্ম উপলব্ধির জন্য।

সবকাজে সবটুকু সাফল্য আসবেই-এমন একগুঁয়ে ধারণা থেকে বেরিয়ে আসুন। বরং নিজের ভুল গুলোকে শুধরিয়ে সেগুলোকে যৌক্তিক দিক থেকে বিশ্লেষণ করুন। নিজেকে ক্ষমা করতে শিখুন। আর একবার যদি এটা করতে পারেন, তবে নিজেকে প্রশংসা করতে ভুলবেন না কিন্তু।

অন্যের সাথে নিজেকে তুলনা করার প্রবণতা থেকে থাকলে তা আজই বাদ দিন। আমরা একেকজন মানুষ একেকরকম, সবারই আলাদা আলাদা ইতিবাচক আর নেতিবাচক দিক আছে বলেই মানুষ বৈচিত্র্যময়। তাই না? আরেকজন জীবনে কি পেল, আমি কি পেলাম না, আরেকজন কি হলো আমি কি হলাম না, বা তার জীবনে কি আছে আমার কি নেই, এসব চিন্তা মাথায় আনার আগে একটিবার ভেবে দেখুন, আপনি কি পেয়েছেন, আপনি কি হয়েছেন আর আপনার কি আছে। নিজের দিকে তাকিয়ে দেখুন, এবং আপনি যা, তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। নিজের প্রতি সম্মান দেখানোর এটা শ্যেষ্ঠ মাধ্যম।

মনে রাখবেন, আপনার জীবন নামক এই গাড়িটার stearing কিন্তু সম্পূর্ণ আপনারই হাতে। তাই আজ থেকেই শুরু হোক, নিজের মতো করে নিজেকে ভালবাসা, অনুভব করা আর সম্মান করা।


সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1000 Views
    by kajol
    0 Replies 
    950 Views
    by shanta
    0 Replies 
    31 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1433 Views
    by sajib
    0 Replies 
    1596 Views
    by rajib

    নাসিম ওসমান মডেল হাই স্কুল এন্ড কলেজ, বন্দর, নারায[…]

    মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ, মাধবদী, নরসিংদী এর […]

    বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) জনবল কা[…]

    সর্বশেষ সরকারি ও বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কু[…]