Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#7460
Self Dignity বা আত্মমর্যাদা বোধ শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। তবে আমাদের ব্যক্তিগত বা সামাজিক জীবনে এর গুরুত্ব কতখানি তা হয়ত অনেকেই অনুমান করতে পারিনা।

ভাবুনতো, একবার কোন এক অনুষ্টানে গেলেন, একজন বলে বসলো আপনি একদম বোকা আর পরনির্ভরশীল। আর আপনি এই কথা শুনে নিজে তো কোন প্রতিক্রিয়া দেখালেনই না, উল্টো চুপচাপ বিশ্বাস করে ফেললেন কথাগুলো সত্যি। খুব হীনমন্যতায় ভুগতে লাগলেন, অসহায় বোধ করতে লাগলেন। ভেবে ভেবে হয়বান হয়ে গেলেন, আপনি আনস্মার্ট, বোকা, পরনির্ভরশীল। শুধু এটুকুই ভাবলেন না, আদৌ আপনি সেরকম কি না। খেয়ালই করলেন না, নিজের অজান্তেই কখন যেন আপনাকে বিচার করবার অধিকারটুকু তাকে দিয়ে দিয়েছেন।

ছোটবেলা থেকেই কিন্তু আমরা অন্যের দেয়া সংজ্ঞায় সংজ্ঞায়িত হয়ে অভ্যস্ত। এই যেমন ছোটবেলায় কাউকে যদি বলা হয় তুমি দেখতে ভালো না। সে কিন্তু নিজেকে ভালো করে আয়নায় দেখেও না, অন্ধের মতো বিশ্বাস করে ফেলে-সে সুন্দর নয়। কেই যদি বলে ফেললো, তোমাকে দিয়ে কিছু হবে না- ব্যস, ওটাই বানিয়ে ফেলি জীবনের একমাত্র বিশ্বাস, কোনদিন হয়ত কিছু একটা করে দেখানোর চেষ্টাও করিনা। আমার অমূলক ঐ বিশ্বাসটা কখন যেন আমার চিন্তাটাকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে, বুঝতেই পারিনা।

তাহলে এই আমি যদি পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে সবার সামনে না দাঁড়াতে পারি, নিজেকে সবসময় পরনির্ভরশীল ভাবতে থাকি, তার জন্য দায়ী কে?-এই আমি ই।

“Nothing is more important than how YOU feel and think about yourself”- তাই নিজের সম্পর্কে উচ্চতর ধারণা, নিজেকে নিঃশর্তভাবে ভালবাসা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনে। তাই বলছি-


সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    598 Views
    by sajib
    0 Replies 
    1007 Views
    by rajib
    0 Replies 
    405 Views
    by kajol
    0 Replies 
    262 Views
    by tasnima
    0 Replies 
    279 Views
    by mousumi

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]

    Vacancy Announcement for the post of Chief Audit O[…]

    ] Global China Hardware & Trading Ltd. is[…]