Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#7459
একজন আত্মবিশ্বাসী নারী কখনো নিজেকে প্রকাশ করতে ভয় পান না। আত্মবিশ্বাসী নারীরা এটা বিশ্বাস করেন যে সে নিজে কারো থেকে কোন অংশে কম নন, জন্মগতভাবেই সে স্বয়ংসম্পূর্ণ। বর্তমান সময়ে যুগের সাথে সমান তালে তাল মিলিয়ে চলতে গেলে নিজের আত্মবিশ্বসটা আরেকটু বাড়িয়ে তোলা ভীষণ জরুরি। এটা সব সময় মনে রাখতে হবে একজন নারীর বাহ্যিক সৌন্দর্য সবটা নয়। আর আত্মবিশ্বাসী হতে হলে যে সুন্দর হতে হবে এমনটা ভুল। আত্মবিশ্বাসী হতে হলে চাই আপনার মনের জোর, আপনার মনের ইচ্ছা শক্তি। আর এই শক্তি আপনাকে সকল ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে। প্রতি দশজনে প্রায় আটজন নারীই প্রতিদিন নিজের আত্মবিশ্বাস অর্জনের জন্য যুদ্ধ করে যাচ্ছেন। আত্মবিশ্বাস এমন একটি ব্যাপার যেটা যতক্ষণ না একজন নারী নিজে নিজের জন্য উপলব্ধি করতে না পারে ততক্ষণ পুরো পৃথিবীটাই তার কাছে অনেক অস্বস্তির একটি জায়গা হিসেবে প্রতীয়মান হয়।

আত্মবিশ্বাসহীনতা ভীষণ রকমের একটি মানসিক সমস্যা আর মানসিক সমস্যায় আক্রান্ত নারী নিজে হতাশায় ভোগার পাশাপাশি তার পরিবার ও চারপাশের মানুষগুলোর জীবন যাপনেও যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। তাই আজ নারীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে কিছু পরামর্শ দিচ্ছি।

নিজের সম্পর্কে একটি ইতিবাচক মনোভাব গড়ে তুলুন। আপনার নিজের ভেতরের সৌন্দর্য সম্পর্কে এবং নিজের সম্পর্কে ইতিবাচক দিগুলো নিয়ে ভাবুন। আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে আত্মোপলব্ধির থেকে বড় কিছু আর হয় না।
আপনি সুন্দর, আপনি সাহসী, আপনি মানসিকভাবে শক্তিশালী, আপনি আত্মবিশ্বাসী, এই চিন্তাগুলো আপনাকে আত্মবিশ্বাসী করে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে।

একটি ব্যাপার সব সময় মনে রাখতে হবে প্রথিবীতে আপনার মতো আর কেউ নেই। আপনি এক আর অদ্বিতীয়া। আয়নায় নিজেকে দেখুন আর নিজের সম্পর্কে ইতিবাচকভাবে ভাবুন।

নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে আপনার প্রথম কার্যকরী পদক্ষেপ হবে নিজের নেতিবাচক দিকগুলোকে ইতিবাচক দিকে পরিণত করুন।

নিজের শরীরের প্রতি যত্নবান হোন। ঠিকঠাক খাওয়া দাওয়া করুন, পর্যাপ্ত ঘুমান আর ব্যায়াম করুন। মনে রাখবেন আপনি শারীরিকভাবে ফিট থাকলে আত্মবিশ্বাস আপনাআপনি তৈরি হবে।

নিজের মধ্যে পরিবর্তন আনুন। প্রতিদিনের একঘেঁয়েমি জীবনযাপন আপনাকে আত্মবিশ্বাসী হয়ে উঠার পথে বাধা প্রদান করতে পারে। এক্ষেত্রে নিজের চিরচেনা চুলের ধরণ বদলে ফেলতে পারেন আবার পোশাকে পরিবর্তন আনতে পারেন।


সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1529 Views
    by bdchakriDesk
    0 Replies 
    287 Views
    by bdchakriDesk
    0 Replies 
    756 Views
    by bdchakriDesk
    0 Replies 
    697 Views
    by sajib
    0 Replies 
    1103 Views
    by rajib

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]