Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#7436
সমস্ত বিকল্প পথের সন্ধান: যত রকম বিকল্প সমাধান হতে পারে, তার একটা তালিকা প্রস্তুত করা দরকার। প্রতিটি ভালো এবং খারাপ দিকটা ভেবে বের করে ঐ তালিকায় লিখতে হবে।

এর মধ্যে সর্বোত্তম পন্থাটি বেছে নিয়ে সেই অনুসারে কাজ করতে হবে। তখন মনে রাখবেন, আপনি সবচেয়ে ভালো সিদ্ধান্ত বেছে নিয়েছেন। তাই নির্ভাবনায় এগিয়ে যেতে পারেন।

সিদ্ধান্তকে বাস্তবায়িত করবার জন্য সর্বশক্তি প্রয়োগ করুন।

ঠিকমতো কাজ এগোচ্ছে কি না তার ওপর লক্ষ রাখুন। নতুন তথ্য সংগ্রহ করুন। তার আলোকে যদি সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করতে হয়, করুন। যদি কর্মপদ্ধতির কিছুটা পুনর্বিন্যাস প্রয়োজন হয়, তাও করুন।
আপনার সমস্ত সিদ্ধান্তই যে সবসময় সঠিক হবে তা আশা করা যায় না তাও সফল ব্যক্তিরা সমস্যাকে নৈর্ব্যক্তিক চোখে দেখেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন। এর ফলে যদি কোন সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হয়, তাহলে তারা তংক্ষণাত বিশ্লেষণ করে বের করতে পারেন যে কোথায় কি গণ্ডগোল হল। আমি আগেই বলেছি, সফল ব্যক্তিরা তাদের ভুলত্রুটি থেকে সর্বদাই শিক্ষা নেন। আপনি যদি কীভাবে সিদ্ধান্ত নিতে হয়, বেটি ঠিকমতো শিখতে পারেন, তাহলে সেই সঙ্গে এটাও শিখবেন যে কীভাবে ভুলত্রুটি থেকে শিক্ষালাভ করতে হয়-কারণ একটি অপরটির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।

কীভাবে কাজ করবেন
সাফল্য লাভের অন্যতম প্রধান শর্ত হচ্ছে সুশৃঙ্খলভাবে গুছিয়ে কাজ করা। সফল লোকেরা সবসময়ই তা করে থাকেন। তবে এটাও ঠিক যে, সকল সফল লোকের গুছিয়ে কাজ করবার প্রণালী ঠিক একরকম হয় না। তাই, বাইরে থেকে দেখে যদি তাদের কাউকে কিঞ্চিত্ অগোছাল বলে মনে হয় তাহলে ধরে নেবেন যে তারা তাদের নিজস্ব পদ্ধতিতে গুছিয়ে কাজ করে যাচ্ছেন যা ইরে থেকে বোঝা যায় না। নিজের সময়কে, নিজের সব কাজকর্মকে সুশৃঙ্খলভাবে গুছিয়ে করার মাঝেই সাফল্যের হাতছানি। আমাদের কাজকর্ম-সাজিয়ে-গুছিয়ে সুশৃঙ্খলভাবে করতে পারি তাহলে আমাদের দৈনন্দিন জীবন যাপন আরো সহজ হয়ে যাবে, আরো ফলপ্রসূ হবে।

জীবনের বড় বড় কাজগুলোর ক্ষেত্রেও এ রকম তালিকা বানিয়ে রাখবেন। যেখানে লিখনে-ঠিক পরবর্তী কাজটা কি হবে। সেটি হয়ে গেলে তার পরবর্তী কাজটা লিখবেন। এভাবে আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন। অবাঞ্ছিত লোকের সঙ্গে অপ্রয়োজনীয় কথাবার্তায় বেশি সময় দেবেন না। সোজা বলে দিন, ভাই আমার হাতে তো বেশি সময় নেই। সংক্ষেপে বলুন, আপনি কি চান। লোকে আপনাকে অভদ্র বা উন্মাসিক ভানতে চান, ভাবুক। লোকের সমালোচনাকে বেশি মূল্য দেয়া অর্থহীন।

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    740 Views
    by sajib
    0 Replies 
    1127 Views
    by rajib
    0 Replies 
    519 Views
    by kajol
    0 Replies 
    311 Views
    by tasnima
    0 Replies 
    323 Views
    by mousumi

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]