Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#7396
চীনের দ্বিতীয় নারী মহাকাশচারী
১৫ অক্টোবর ২০২১ চায়না ম্যানড স্পেস এজেন্সি তিন মহাকাশচারীকে লং মার্চ-২এফ রকেটে করে মহাকাশে পাঠায়। তার পর ’শেংঝৌ-১৩’ মহাকাশযান তাদের নিয়ে যাবে পৃথিবীর কক্ষপথে নির্মীয়মাণ চীনা মহাকাশ স্টেশনে। তারা সেখানে ৬ মাস অবস্থান করবেন। উত্তর-পশ্চিম চীনের গোবি মরুভূমি লাগোয়া শিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ‘লং মার্চ-২এফ’ রকেটের উৎক্ষেপণ করা হয়। তিনজন মহাকাশচারীর মধ্যে রয়েছেন একজন নারী। তার নাম ওয়াং ইয়াপিং, বয়স ৪১ বছর। তিনিই চীনের দ্বিতীয় নারী মহাকাশচারী। অন্য দুইজন মহাকাশচারী হলেন ঝাই ঝিগাং ও ইয়ে গুয়াংফু্। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের ৩৯ বছর পর ২০১২ সালে চীন তাদের প্রথম নারী মহাকাশচারী লিউ ইয়াংকে মহাকাশে পাঠায়।

’বৃহস্পতির পথে ’লুসি’
গ্রহাণুর সন্ধানে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র (NASA) নতুন অভিযান শুরু করে। ১৬ অক্টোবর ২০২১ পৃথিবী ছেড়ে মহাকাশের পথে রওনা দেয় মহাকাশযান ‘লুসি’। ১২ বছরের এ অভিযানে বৃহস্পতির কক্ষপথের পাশাপাশি সৌরপরিবারের প্রথম দিকের দিনগুলো কেমন ছিল, তারও খোঁজখবর নেবে লুসি। সৌরপরিবারের বিভিন্ন প্রান্তে ‘অনুসন্ধান’ চালাবে এ মহাকাশযানটি। গ্রিক পূরাণ থেকে এগুলোর নাম দেওয়া হয় ট্রোজান। এ ট্রোজানগুলোর খুঁটিনাটি সন্ধান করবে লুসি।

বুধ গ্রহের প্রথম ছবি
২ অক্টোবর ২০২১ সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধের প্রথম ছবি ধারণা করে ইউরোপীয়-জাপানিজ মিশনের নভোযান বেপি-কলম্বো। ২০১৮ সালে নভোযানটি যাত্রা শুরু করে ১ অক্টোবর ২০২১ প্রথমবারের মতো ছবি ধারণ করতে সক্ষম হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    516 Views
    by kajol
    0 Replies 
    763 Views
    by shanta
    0 Replies 
    734 Views
    by sajib
    0 Replies 
    1125 Views
    by rajib
    0 Replies 
    309 Views
    by tasnima

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]