Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#7371
৭৮ তম ভেনিস চলচ্চিত্র উৎসব
১-১১ সেপ্টেম্বর ২০২১ অনুষ্ঠিত হয় ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসব। উল্লেখযোগ্য বিজয়ী – গোল্ডেন লায়ন: হ্যাপেনি (অদ্রে দিওয়ান)।
গ্রান্ড জুরি: দ্য হ্যান্ড অব গড (পাওলো সোরেনতিনো)।
সিলভার লায়ন পরিচালক: দ্য পাওয়ার অব দ্য ডগ (জেন চ্যাম্পিয়ন)।
স্পেশাল জুরি প্রাইজ: সেকেন্ড বুকো (মিশেল্যাঞ্জেলো ফ্রামমার্টিনো)।
সেরা অভিনেতা: জন আর্সিলা (অন দ্য জব: দ্য মিসিং ৮)
সেরা অভিনেত্রী: পেনেলোপে ক্রুজ (প্যারালাল মাদারস)।
সেরা চিত্রনাট্য: দ্য লস্ট ডটার (ম্যাগি গিলেনহাল)।
সেরা তরুণ অভিনেতা: ফিলিপো স্কত্তি ( দ্য হ্যান্ড অব গড)।
লায়ন অব দ্য ফিউচার ফর বেস্ট ডেব্যু ফিল্ম : ইমাকুলাত।

৭৩ তম এমি অ্যাওয়ার্ড
১৯ সেপ্টেম্বর ২০২১ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসে ৭৩তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের আসর। এবার সর্বোচ্চ সাতটি পুরস্কার জিতে নেয় নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘দ্য ক্রাউন’। উল্লেখযোগ্য বিজয়ী- কমেডি: সেরা ছবি: টেড ল্যাসো
পরিচালক: লুসিয়া অ্যানিলো
অভিনেতা: জেসন সুদেকিস
অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান
লিমিটেড সিরিজ: সেরা ছবি: দ্য কুইন্স গ্যাম্বিট
পরিচালক: স্কট ফ্রাঙ্কস
অভিনেতা: ইওভান ম্যাকগ্রেগর
অভিনেত্রী: কেট উইন্সলেট।

অ্যাওয়ার্ড বিজয়ী বাংলাদেশি চলচ্চিত্র

কিম জি সুক অ্যাওয়ার্ড: কিম জি সুক অ্যাওয়ার্ড বুসানের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র অ্যাওয়ার্ড। ২০২১ সালের বুসান চলচ্চিত্র উৎসবের কিম জি সুক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয় মোস্তফা সরয়ার ফারুকীর ইংরেজি ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। দক্ষিণ কোরিয়ার বুসানে এবারের উৎসব হবে ৬-১৫ অক্টোবর ২০২১।

বেস্ট ফিল্ম ও বেস্ট ডিরেক্টর: সম্প্রতি ইন্দো-আমেরিকান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দুটি অ্যাওয়ার্ড লাভ করে ‘মায়া: দ্য লস্ট মাদার’। পুরস্কার দুটি হলো – বেস্ট ফিল্ম ও বেস্ট ডিরেক্টর।

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]