Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#7361
১. ’ইতিহাস’ শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
- ইতিহ
২. History শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
- ইতিহাস
৩. ইতিহাসের মূল বিষয়বস্তু কী?
- মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা
৪. ইতিহাস কোনমুখী?
- অতীতমুখী
৫. ফা-হিয়েন কে ছিলেন?
- চৈনিক পরিব্রাজক
৬. বিষয়বস্তুর ইতিহাস কিভাবে রচিত হয়?
- কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে
৭. সঠিক ইতিহাস কিসের ওপর নির্ভর করে রচিত?
- সত্যকে
৮. ভিকো কোন যুগের ঐতিহাসিক?
- আধুনিক যুগের
৯. ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। উক্তিটিতে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
- বর্তমানের সাথে অতীতের বন্ধন
১০. ঐতিহাসিক হেরোডোটাস তাঁর গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করেছেন, কারণ-
- যাতে পরবর্তী প্রজন্ম এ ঘটনা ভু্লে না যায়
১১. কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বলা হয়-
- বিষয়বস্তুগত ইতিহাস
১২. যে উপাদানের ভিত্তিতে জাতীয়বোধ গড়ে ওঠে-
- জাতীয় পরিচয়, ইতিহাস ও ঐতিহ্য
১৩. যদি কেউ একটি ঐতিহাসকি স্থান ঘুরতে গিয়ে বেশ কিছু তাম্রলিপি, শিলালিপি ও মুদ্রা দেখতে পায়। এগুলো ইতিহাসের কোন বিষয়টি নির্দেশ করে?
- অলিখিত উপাদান
১৪. নতুন নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার একটি জাতির ইতিহাস বদলে দিতে পারে। এর যৌক্তিক কারণ হলো-
- সভ্যতা সম্পর্কে ধারণা পাওয়া
১৫. ভিকো কে ছিলেন?
- ঐতিহাসিক
১৬. ভৌগোলিক ইতিহাস সম্পর্কে কোনটি প্রযোজ্য?
- আন্তজার্তিক ইতিহাস জানা যায়
১৭. সিলেট জেলার ইতিহাস সম্পর্কে জানতে চাইলে কোন ধরনের ইতিহাস সম্পর্কে জানতে হবে?
- আঞ্চলিক ইতিহাস
১৮. কোনটি ইতিহাসের অলিখিত উপাদান?
- শিলালিপি
১৯. বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে কীভাবে?
- মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে
২০. Historia বা History শব্দের সরল ও সাধারণ অর্থ-
- অতীত কাহিনী ও অনুসন্ধান বা গবেষণা
২১. সঠিক ইতিহাস রচনার ক্ষেত্রে ইতিহাসের উপাদান গুরুত্বপূর্ণ। এর যথার্থ কারণ হলো-
- তৎকালীন সামাজচিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায় ও অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারনা পাওয়া যায়
২২. ইতিহাস যে কারণে কাল বিভাজনের কোন পদ সন তারিখ ব্যবহার করা কঠিন-
- ইতিহাস থেমে থাকে না বলে
২৩. রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ইতিহাসের কোন দিকের নির্দেশ প্রদান করে?
- বিষয়বস্তুগত
২৪. পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে কার বর্ণনায় পাওয়া যায়?
- লামা তারনাথের

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]