Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#7330
বধিরদের গ্রাম
ইন্দোনেশিয়ায় এমন একটি গ্রাম আছে, সেখানকার বেশিরভাগ মানুষই কানে শুনতে পান না। বালি দ্বীপের উত্তরে অবস্থি এই গ্রামটির নাম বেংকালা। এ গ্রামে প্রায় ৩০০০ মানুষ বাস করে। এদের বেশিরভাগই দরিদ্র। কিন্তু তার চেয়েও বড় সমস্যা হচ্ছে এখানকার শথকরা ৮০ ভাগ মানুষই কানে শুনতে পান না। নিজেদের মধ্যে ভাব বিনিময়ের জন্য তারা ব্যবহার করেন ’কাতা কোলক’ নামের বিশেষ এক সাংকেতিক ভাষা। বিশ্ববাসীর কাছে এই গ্রামটি ‘বধিরদের গ্রাম’ নামে পরিচিত।

বিশ্বের সবচেয়ে বড় নীলাখন্ড
শ্রীলংকার মূল্যবান রত্নপাথর উত্তোলনের জন্য সুপরিচিত রত্নপুরা এলাকায় সন্ধান পাওয়া গেছে বিশ্বের সবচেয়ে বড় নীলখণ্ড। বিশ্বে এর আগে এত বড় নীলার সন্ধান মেলেনি। মাটি খুঁড়ে সন্ধান পাওয়া নীলার খণ্ডটি ২৫ লাখ ক্যারেটের এবং ওজন প্রায় ৪০ কোটি বছর আগে রত্নখণ্ডটি তৈরি হয়ে থাকতে পারে। রত্নটির নাম রাখা হয়ে ‘সেরেনডিপিটি সাপিয়ার’। এর মালিক গ্যামেজ। আন্তর্জাতিক বাজারে ফ্যাকাশে নীল রঙের এ রত্নের দাম ১০ কোটি মার্কিন ডলার।

১০ বছরে মহাকাশ নিয়ে বই
ভারতের কলকাতার বিস্ময় বালক রেয়াংশ দাস মাত্র ১০ বছর বয়সেই অ্যাস্ট্রোফিজিক্সের ওপর বই লিখেছে। বইটির নাম The Universe: The Past, The Present and the Future। বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের নানা রহস্য তুলে ধরা হয় এই বইটিতে।

অন্যরকম খাদক
২ জুলাই ২০২১ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বার্গার খাওয়ার এক প্রতিযোগিতায় মাত্র ১০ মিনিটে ৩৪টি করে বার্গার খেয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা চার সন্তানের জননী মলি শুইলার ও তার পুরুষ প্রতিদ্বন্দী পেনসিলভানিয়ার বাসিন্দা ড্যান কিলার কেনেডি। Annual Independence Burger Eating Championship- এর ১২তম প্রতিযোগিতার আয়োজক জেড-বার্গার নামে খাবার সরবরাহের একটি চেইন শপ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তের মানুষ এ প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিনামূল্যে বার্গার খাওয়ার সুযোগ থাকে। প্রতিযোগিতার সময় বরাদ্দ থাকে ১০ মিনিট। এর মধ্যে যে যত বেশি বার্গার খেতে পারবেন, তিনিই হবেন চ্যাম্পিয়ন। পুরস্কার বাবদ চ্যাম্পিয়নকে দেওয়া হয় ৪,৩৫০ মার্কিন ডলার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    15526 Views
    by apple
    0 Replies 
    678 Views
    by sajib
    0 Replies 
    1080 Views
    by rajib
    0 Replies 
    470 Views
    by kajol
    0 Replies 
    292 Views
    by tasnima

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]