Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#7329
১। 'ইতিহাস' শব্দটির উৎপত্তি "ইতিহ" শব্দ থেকে; যার অর্থ 'ঐতিহ্য'।
২। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত করা হয়।
৩। ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ
৪। ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায়, 'ইতিহ+আস" যার অর্থ এমনই ছিল বা এরূপ ঘটেছিল।
৫। গ্রিক শব্দ 'হিস্টরিয়া' (Historia) থেকে ইংরেজি 'হিস্টরি' (History) শব্দটি উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস।
৬। 'হিস্টরিয়া' শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক "হেরোডেটাস"। তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত।
৭। হেরোডেটাসই প্রথম ইতিহাস এবং অনুসন্ধান– এ দুটি ধারণাকে সংযুক্ত করেন।
৮। ইতিহাস বিজ্ঞানের একটি শাখা ও গবেষণার বিষয়।
৯। আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক 'লিওপোন্ড ফন্ র্যাংক'। তার ধারণামতে, প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই ইতিহাস।
১০। আধুনিক মতানুসারে, ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ।
১১। ইতিহাসের উপাদান দুই প্রকার। ক. লিখিত উপাদান খ. অলিখিত উপাদান
১২। পঠন-পাঠন, আলোচনা ও গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। ক. ভৌগোলিক অবস্থানগত খ. বিষয়বস্তুগত
১৩। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে।
১৪। খ্রিষ্টপূর্ব ৫০০০ থেকে ৩২০০ অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি সমৃদ্ধ জনপদের উদ্ভব হয়।
১৫। প্রাচীন মিশরের নিরবচ্ছিন্ন ও দীর্ঘ ইতিহাসের সূচনা হয় নবোপলীয় যুগে, ৫০০০ খ্রিষ্টপূর্বাব্দে।
১৬। ৬৭০-৬৬২ খ্রিষ্টপূর্বাব্দে অ্যাসিরীয়রা মিশরে আধিপত্য বিস্তার করে।
১৭। ৫২৫ খ্রিষ্টপূর্বাব্দে পারস্য মিশর দখল করে নিলে প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্তমিত হয়।
১৮। ইতিহাসের জনক হেরোডেটাস বলেছেন "মিশর নীল নদের দান।" নীলনদ না থাকলে মিশর মরুভূমিতে পরিনত হতো।
১৯। মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে 'ফারাও খুফুর' পিরামিড।
২০। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার।
২১।মিশরীয় চিত্রলিপিকে বলা হয় "হায়ারোগ্লিফিক' বা পবিত্র অক্ষর।
২২। মিশরীয়রা প্রথম কাগজ তৈরি করে এবং গ্রিকরা এই কাগজের নাম দেয় 'প্যাপিরাস'। এই শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি।
২৩। মিশরীয়রা অঙ্কশাস্ত্রের দুইটি শাখা জ্যামিতি ও পাটিগণিতের প্রচলন করেন। তারা যোগ, বিয়োগ ও ভাগের ব্যবহার জানত।
২৪। ৪২০০ খ্রিষ্টপূর্বাব্দে মিশরীয়রা প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে। ৩৬৫ দিনে বছর এ হিসেবের আবিস্কারকও তারা।
২৫। সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। এই সভ্যতার সংস্কৃতিকে হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়।
২৬। সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল।
২৭। গ্রিকসভ্যতার সঙ্গে দুইটি সংস্কৃতির নাম জড়িত। একটি হেলেনিক অপরটি হেলেনিস্টিক।
২৮। প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় এজেন্সে।
২৯। বিয়োগান্ত নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিল। এসকাইলাসকে এই ধরনের নাটকের জনক বলা হয়।
৩০। গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চার সূত্রপাত করে ৬০০ খ্রিষ্টপূর্বাব্দে। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিল গ্রিকরা।
৩১। গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।
৩২। ইতালির টাইবার নদীর তীরে রোমকে কেন্দ্র করে একটি বিশাল সাম্রাজ্য নিয়ে গড়ে উঠে রোমান সভ্যতা।
৩৩। রোমান সভ্যতা প্রায় ৬০০ বছর স্থায়ী হয়েছিল।
৩৪। লাতিন রাজা রোমিউলাস রোম নগরীর প্রতিষ্ঠা করেন। তার নাম অনুযায়ী নগরের নাম হয় রোম।
৩৫। রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম ছিল জুপিটার।
৩৬। বিশ্বসভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন প্রণয়ন
৩৭। খ্রিষ্টপূর্ব পাঁচ শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইন সাজাতে সক্ষম হন।
৩৮। ৫৪০ খ্রিষ্টপূর্বাব্দে ১২ টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লিখিত হয়।
৩৯। পাল রাজাদের শাসনকাল থেকে বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ধারণা পাওয়া যায়।
৪০। ৩২৭-২৬ খ্রিষ্টপূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় থেকে প্রকৃত ইতিহাস পাওয়া যায়।
৪১। গ্রিক লেখকদের মতে বাংলাদেশে তখন 'গঙ্গারিডাই' নামে এক শক্তিশালী রাজ্য ছিল।
৪২। ৩২১ খ্রিষ্টপূর্বাব্দে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের এক বিশাল অঞ্চলের উপর মৌর্য বংশের প্রভুত্ব স্থাপন করেন।
৪৩। ভারতে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হয় ৩২০ খ্রিষ্টাব্দে।
৪৪। শশাংকের রাজধানী ছিল কর্ণসুবর্ণ
৪৫। ৬৩৭ খ্রিষ্টাব্দের কিছু আগে শশাংক মৃত্যুবরণ করেন।
৪৬। অস্ট্রিক ছিল বাংলার আদি অধিবাসীদের ভাষা।
৪৭। মুসলমান শাসনের সূচনাকালকে বাংলায় মধ্যযুগের শুরু বলা হয়।
৪৮। বাংলায় মুসলমান শাসনের সূচনা করেন বখতিয়ার খলজি।
৪৯। একজন স্বাধীন সুলতান হিসেবে ফখরুদ্দিন নিজ নামে মুদ্রা প্রচলন করেছিলেন।
৫০। সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের আমলে প্রথম বাঙালি মুসলমান কবি শাহ্ মুহম্মদ সগীর 'ইউছুফ-জোলেখা' কাব্য রচনা করেন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    335 Views
    by bdchakriDesk
    0 Replies 
    657 Views
    by bdchakriDesk
    0 Replies 
    14 Views
    by khushbu
    0 Replies 
    4536 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4794 Views
    by bdchakriDesk

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]