Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#7318
বছরে ৩০০ দিন ঘুমে
ভারতের রাজস্থান রাজ্যের নাগৌড় জেলার ভাদোয়া গ্রামের পুখারাম নাম ৪২ বছর বয়সী এক ব্যক্তি বছরে ৩০০ দিনই ঘুমিয়ে কাটান। টানা ২৩ বছর ধরে তিনি বছরে ৩০০ দিন ঘুমিয়ে কাটাচ্ছেন। তবে পুখারামের এমন ঘুমানোর পেছনের কারণ স্নায়ুতন্ত্রের একটি বিরল অসুখ। মস্তিষ্কে টিএনএফ-আলফা নামে প্রোটিনের তারতম্যের কারণে এ অসুখ হয়। এ কারণে পুখরামকে প্রতি মাসে ২০-২৫ দিন ঘুমিয়ে কাটাতে হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, পুখারামের এ বিরল অসুখের নাম অ্যাক্সিস হাইপারসোমানিয়া।

দক্ষতার পুরস্কার
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেন শহরে ১৯৬৫ সালে গড়ে তোলা নিজের সেলুনে ১৫ বছর আগে হেয়ার স্টাইলিশ হিসেবে ক্যাথি মুরাকে নিয়োগ দেন পিয়ো ইম্পেরাতি। মুরার হাতের কাজ ভালো হওয়ায় তাকে নিয়োগের পর দোকানের গ্রাহকের সংখ্যা পাশাপাশি আয়ও বাড়তে থাকে। কিন্তু সম্প্রতি ‘ইতালি হেয়ার স্টুডিও’ নামের সেলুনটি পুরষ্কার হিসেবে মাত্র এক মার্কিন ডলারে মুরার কাছে বিক্রি করে দেন ইম্পেরাতি। কয়েক হাজার ডলারের এই সেলুন ব্যবসা মুরা বিনামূল্যে পেলেও ইম্পোরাতিকে প্রতি মাসে দোকানের ভাড়া দিতে হবে।

নষ্ট হবে না …

সম্প্রতি দুবাইয়ে বিজ্ঞানীরা এমন এক ধরনের গোলাপ ফুল আবিষ্কার করেন, যা এক বছরেও নষ্ট হবে না। তবে এ ফুলের একটি তোড়া কিনতে হলে গুণতে হবে ৮,০০০ মার্কিন ডলার। ইকুয়েডরের কিয়েটো শহরে এ ধরনের গোলাপের চাষ করা হচ্ছে। সেখানকার আগ্নেয় জমিতে উৎপন্ন এ ফুলের পাপড়ি সহজে পঁচে না। ফুলগুলো সংরক্ষণের জন্য প্রথমে গ্লিসারিন ব্যবহার করা হয়, এরপর তা বেশেষ প্রক্রিয়ায় শুকানো হয়।

৩ বছরের শিশুর বিরল কীর্তি
যে বয়সে শিশুরা হাঁটাচলা শেখে, সেবয়সে বিশ্বর বিভিন্ন দেশের নাম, পতাকা এবং রাজধানী নাম জেনে ফেলেছেন অরিগনের বিস্ময় তিন বছর বয়সী শিশু লসন লুন্ডবার্গ। জন্মের পর প্রথম দুই বছর তেমন কিছুই বলেনি সে। তাঁর মা সারার ভাষ্যমতে, দুই বছর পার হওয়ার পর থেকেই তাঁর সন্তানের মধ্যে অদ্ভূত কিছু গুণ লক্ষ করেন তিনি। যা তাঁরা লসনের সামনে কখনো বলেন নাই, সেগুলোও বলতে পারত সে। এ অবাক করা ক্ষমতা দেখে লসনের বাবা-মা সিদ্ধান্ত নেন IQ টেস্ট করাবেন। যুক্তরাষ্ট্রের বুদ্ধিমানদের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্থা জাতীয় ইনটেলিজেন্স সংস্থা মেনসাতে ছেলের নাম রেজিষ্ট্রেশন করেন তাঁরা। এর সদস্য হতে হলে আইকিউ টেস্টে ১৩০ পেতে হয়। সবাইকে অবাক করে দিয়ে তিন বছরের এ শিশু পায় ১৫০ নম্বর। এ IQ টেস্টে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন পেয়েছিলেন ১৬০-১৮০ নম্বর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    574 Views
    by kajol
    0 Replies 
    784 Views
    by shanta
    0 Replies 
    15555 Views
    by apple
    0 Replies 
    820 Views
    by sajib
    0 Replies 
    1179 Views
    by rajib

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]