Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#7312
ক. বাংলাদেশ সম্পর্কিত বিষয়
* উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করে – ওয়ারেন হেস্টিং।
* সংবাদপত্র আইন রহিত করে সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন – লর্ড রিপন।
* বাংলায় ‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয় ইংরেজি – ১৭৭০ সালে।
* আইয়ুব খানের পর পাকিস্তানের প্রেসিডেন্ট হন – জেনারেল ইয়াহিয়া খান।
* যুক্তফ্রন্ট ক্ষমাতসীন থাকাকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন – চৌধুরী খালিকুজ্জামান।
* ঊনসত্তরের গণঅভ্যুত্থানে প্রথম শহীদ বুদ্ধিজীবী – ড. শামসুজ্জোহা (শহীদ হন ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯)।
* ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল – বৃহস্পতিবার।
* বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূলমন্ত্র ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।
* বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম উত্তর আমেরিকার দেশ – বার্বাডোস।
* সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে – রাষ্ট্রের মৌলিক ও সর্বোচ্চ আইন।
* সংবিধানে ন্যায়পাল নিয়োগের বিধান বর্ণিত হয়েছে- ৭৭নং অনুচ্ছেদে।
* সংসদে ফ্লোর ক্রসিং হলো – নিজ দলের বিপক্ষে ভোট দান।
* ‘কারাগারের রোজনামচা’ বইয়ের ইংরেজি সংস্করণ – Prison Diaries।
* বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম – রাজকাঁকড়া।
* ‘সুন্দরবন’ অন্য যে নামে পরিচিত – বাদাবন।
* চৈতন্য নার্সারির প্রতিষ্ঠাতার নাম – ঈশ্বরচন্দ্র গুপ্ত।
* Customs Duty হলো – আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের ওপর আরোপিত কর।
* বাংলাদেশ সেনাবাহিনীর ১৭তম প্রধান হিসেবে নিযুক্ত হন – এসএম শফিউদ্দিন আহমেদ।
* ‘খরিপ শস্য’ বলতে বোঝায় – গ্রীষ্মকালীন শস্যকে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    291 Views
    by khushbu
    0 Replies 
    1069 Views
    by tamim
    0 Replies 
    874 Views
    by raja
    0 Replies 
    568 Views
    by tasnima
    1 Replies 
    1199 Views
    by tasnima

    শিংলাব বালিকা দাখিল মাদরাসা, ডাকঘর: কলাপাটুয়া, উপ[…]

    রহমত আলী মিয়াজী উচ্চ বিদ্যালয়, গ্রাম: হলদিয়া, প[…]

    প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়, পোঃ ধানুয়া, […]

    উচ্চ বেতনে প্রাইভেট কোম্পানীর অফিসিয়াল কাজে সহযোগ[…]