Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#7292
অলিম্পিক লরেল পুরষ্কার
২৩ জুলাই ২০২১ জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক গেমসের উদ্ধোধনী অনুষ্ঠানে একমাত্র বাংলাদেশি নোবেল বিজয়ী অর্থনীতিবীদ ড. মুহম্মদ ইউনূসকে ‘অলিম্পিক লরেল’ পুরস্কার দেয়া হয়। ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্যতা কমানোর স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এ সম্মাননা দেয়া হয়। তিনি এ পুরষ্কার পাওয়া দ্বিতীয় ব্যক্তিত্ব। খেলাধুলার মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি ও শান্তিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এ পুরষ্কার চালু করে। ২০১৬ সালে রিও অলিম্পিকে ‘অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড’ পান কেনিয়ার সাবেক ক্রীড়াবিদ কিপশোগে কেইনো।

ভারতের ইয়ুথ লিডারশিপ পুরস্কার
২৬-২৭ জুলাই ২০২১ ভারতের খোয়াব ফাউন্ডেশন দেশটির সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম স্মরণে তৃতীয়বারের মতো আয়োজন করে ‘কালাম উয়ুথ লিডারশিপ কনফারেন্স’। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুবারা অংশ নেন। এই সম্মেলনে ‘কালাম উয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১’ দেয়া হড। এ বছর ভারত, পাকিস্তান, ইয়েমেন, নাইজেরিয়া, আফগানিস্তান, ইরাক ও বাংলাদেশ থেকে ২২ জন এ পুরস্কার লাভ করেন। একমাত্র বাংলাশি হিসেবে এবার এ পুরস্কার লাভ করেন মাসুমা মরিয়ম। মাসুমা মরিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়।

IVI ‘র সদস্য বাংলাদেশ
আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের (IVI) আনুষ্ঠানিক সদস্যপদ লাভ করায় ১৫ জুলাই ২০২১ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে IVI ‘র সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটি বাংলাদেশকে স্বাগত জানায়। বাংলাদেশ IVI ’র ১৯তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (UNDP) উদ্যোগে IVI প্রতিষ্ঠা করার লক্ষ্য ২৮ অক্টোবর ১৯৯৬ চুক্তি স্বাক্ষরিত হয়। ৯ অক্টোবর ১৯৯৭ আনুষ্ঠানিকভাবে অলাভজনক আন্ত-সরকারি সংস্থা IVI প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ২৮ অক্টোবর ১৯৯৬ IVI’র চুক্তিটিতে স্বাক্ষর করে । এরপর ২২ ফেব্রুয়ারি ২০২১ মন্ত্রিসভার বৈঠকে চুক্তিটি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করে। ৫ এপ্রিল ২০২১ বাংরাদেশ চুক্তিটি অনুসমর্থন করে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4614 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4894 Views
    by bdchakriDesk
    0 Replies 
    454 Views
    by bdchakriDesk
    0 Replies 
    727 Views
    by tamim
    0 Replies 
    209 Views
    by bdchakriDesk

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]