Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#7290
প্রায় দেড়শ বছরের ইতিহাসে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন পাঁচ সহস্রাধিক ক্রিকেটার। কিন্তু রান এবং উইকেটের সমন্বয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮ জন ইউনিক খেলোয়াড় আছেন, যারা বাকিদের চেয়ে আলাদা। এই ৮ জন ক্রিকেটার ইউনি বা অনন্য, কারণ তাদের সঙ্গে রান এবং উইকেট দুটোতেই এগিয়ে থাকা কোনো ক্রিকেটার পাওয়া যায় না।
ইউনিক ক্রিকেটারগণ হলেন – ১. শচিন টন্ডেুলকার (ভারত)-৩৪৩৫৭ রান ও ২০১ উইকেট। ২. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)- ২৫৫৩৪ রান ও ৫৭৭ উইকেট। ৩. সাকিব আল হাসান (বাংলাদেশ) – ১১৯৭৪ রান ও ৫৮১ উইকেট। ৪. কপিল দেব (ভারত) ৯০৩১ রান ও ৬৮৭ উইকেট। ৫. শন পোলক (দক্ষিণ আফ্রিকা)- ৭৩৮৬ রান ও ৮২৯ উইকেট। ৬. ওয়াসিম আকরাম (পাকিস্তান) – ৬৬১৫ রান ও ৯১৬ উইকেট। ৭. শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) – ৪১৭২ রান ও ১০০১ উইকেট। ৮. মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) – ১৯৩৬ রান ও ১৩৪৭ উইকেট।

অলিম্পিকে ক্রিকেট!
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ১০ আগস্ট ২০২১ অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসেই ক্রিকেট ফিরবে। অলিম্পিকে একবারই ক্রিকেট খেলা হয়েছিল। ১৯০০ সালে প্যারিসে গ্রীষ্মকালীন সেই প্রতিযোগিতায় গ্রেট ব্রিটেন স্বর্ণ আর ফ্রান্স রৌপ্য পদক লাভ করে।

নতুন নামে খেলরত্ন
১৯৯১ সালে রাজীব গান্ধীর নামে খেলরত্ন পুরষ্কার চালু করা হয়। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে এটাই সর্বোচ্চ পুরষ্কার। ৬ আগস্ট ২০২১ থেকে এই পুরষ্কারের নতুন নামকরণ করা হয় ভারতীয় হকির জাদুকর ধ্যানচাঁদের নামে।

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]

    Vacancy Announcement for the post of Chief Audit O[…]