Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#7289
বিদেশি রাষ্ট্রদূত
• রাশিয়া: আলেকজান্ডার ভি. মান্টিটস্কি পরিচয়পত্র পেশ: ১৫ জুলাই ২০২১।
• নেদারল্যান্ডস: আন্নে গেরার্ড ভেন লিউইন। পরিচয়পত্র পেশ: ১৭ আগস্ট ২০২১।
• থাইল্যান্ড: নেকাওয়াভি সুমিতমোর। পরিচয়পত্র পেশ: ১৭ আগস্ট ২০২১।

বিবিধ
• ব্যবস্থাপনা পরিচালক, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন: ড. নমিতা হালদার; নিয়োগ ২৯ জুলাই ২০২১। তিনি PKSF ‘র প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক।
• কোষাধ্যক্ষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. রাশেদা আখতার; নিয়োগ ১০ আগস্ট ২০২১। তিনি জাবির প্রথম নারী কোষাধ্যক্ষ।
• প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর: মো. শাহেনুর মিয়া; দায়িত্ব গ্রহণ ১৫ জুলাই ২০২১।
• ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত: সাদিয়া ফয়জুন্নেসা; নিয়োগ ২ আগস্ট ২০২১।

আন্তর্জাতিক
প্রেসিডেন্ট

• জাম্বিয়া: হাকাইন্ডে হিচিলিমা; দায়িত্ব গ্রহণ ২৪ আগস্ট ২০২১।
• ইরান: ইব্রাহিম রাইসি; দায়িত্ব গ্রহণ ৩ আগস্ট ২০২১।

প্রধানমন্ত্রী
• ইসওয়াতিনি: ক্লিওপাস ডলামিনি; দায়িত্ব গ্রহণ ১৯ জুলাই ২০২১।
• সেন্ট লুসিয়া: ফিলিপ জোসেফ পিয়েরে; দায়িত্ব গ্রহণ ২৮ জুলাই ২০২১।
• পেরু: গুইদো বেলিডো; দায়িত্ব গ্রহণ ২৯ জুলাই ২০২১।
• আজাদ জম্মু ও কাশ্মীর আব্দুল কাইয়ুম নিয়াজী; দায়িত্ব গ্রহণ ৪ আগস্ট ২০২১।
• মলদোভা: নাটালিয়া গাভরিলিনা; দায়িত্ব গ্রহণ ৬ আগসট ২০২১।

বিবিধ
• মহাসচিব, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আই সি এ ও): হুয়ান কার্লোস সালাজার (কলম্বিয়া); দায়িত্ব গ্রহণ ১ আগস্ট ২০২১।
• প্রেসিডেন্ট, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ(ECOSOC); কলেন ভিক্সেন কেলাপিল (বতসোয়ানা); দায়িত্ব গ্রহণ ২৩ জুলাই ২০২১।
• মহাসচিব, CARICOM: কারলা নাটালি বার্নেট (বেলিজ); দায়িত্ব গ্রহণ ১৫ আগস্ট ২০২১।
• সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের প্রথম রাষ্ট্রদূত: আমির হাইক; নিয়োগ ২৫ জুলাই ২০২১।
• মিয়ানমারে আসিয়ানের বিশেষ দূত: আরিয়ান ইউসুফ (ব্রুনাই); নিয়োগ ৪ আগস্ট ২০২১।

AP ‘র প্রথম নারী প্রধান
মার্কিন সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেসের (AP) পরবর্তী প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হচ্ছেন শ্রীলংকার বংশোদ্ভূত ডেইজি ভীরাসিংহাম। ৩ আগস্ট ২০২১ এ পদে তার নাম ঘোষণা করা হলেও ১ জানুয়ারি ২০২২ তিনি প্রেসিডেন্ট গ্যারি প্রুইতের স্থলাভিষিক্ত হবেন। AP ‘র ১৭৫ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী প্রধান। তিনিই প্রথম অশ্বেতাঙ্গ ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রের বাইরের কোনো ব্যাক্তি।

পাকিস্তান সুপ্রীমকোর্টের প্রথম নারী বিচারপতি

৯ সেপ্টেম্বর ২০২১ পাকিস্তানের সুপ্রিমকোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে চূড়ান্তভাবে নিয়োগ পেতে যাচ্ছেন আয়শা এ. মালিক। ২৭ মার্চ ২০১২ থেকে তিনি লাহের হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত রয়েছেন। এর আগে ১ সেপ্টেম্বর ২০১৮-৪ অক্টোবর ২০১৯ মেয়াদে বেলুচিস্তানের হাইকোর্টে প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন তাহিরা সাফদার।

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]