Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#7276
ভিটামিন বা খাদ্যপ্রাণ হচ্ছে এক ধরনের জৈব পদার্থ যা খুব সামান্য পরিমাণে শরীরের বিভিন্ন জৈবনিক কাজ সম্পন্ন করতে প্রয়োজন হয় কিন্তু শরীর নিজে তা তৈরি করতে পারে না। ভিটামিন শব্দটা এসেছে ইংরেজি Vital amine থেকে। ভিটামিন একটি খাদ্য উপাদান। বিভিন্ন ধরনের খাদ্য ভিটামিনের উৎস। ভিটামিন থেকে কোনো শক্তি পাওয়া যায় না। দ্রাব্য তার উপর নির্ভর করে ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হয়।
যথা: ১. চর্বিতে দ্রবণীয় ভিটামিন
২. পানিতে দ্রবণীয় ভিটামিন
চর্বিতে দ্রবণী ভিটামিন: ভিটামিন এ, ডি, ই, কে
পানিতে দ্রবণীয় ভিটামিন: ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি

ভিটামিন এ
রাসায়নিক নাম: রেটিনল, রেটিনাল, বিটা ক্যারোটিন
অন্য নাম: অ্যান্টি ইনফেকটিভ ভিটামিন
উৎস: কলিজা, ডিম, ছোট মাছ- মলা মাছ, দুধ, মাখন, কড লিভার ওয়েল (প্রাণীজ), গাজর, পাকা আম, পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, পালং শাক, ব্রকলি (উদ্ভিজ্জ)
কাজ: দেহের এপিথেলিয়াল কলার উন্নতি ঘটায়।
অভাবজনিত রোগ: রাতকানা, কেরাটোম্যালাসিয়া, জেরোফথালমিয়া

ভিটামিন ডি
রাসায়নিক নাম : কোলিক্যালসিফেরল
অন্য নাম: অ্যান্টি র‌্যাকেটিক ভিটামিন
উৎস: সূর্যের অতি বেগুনি রশ্মির ত্বকের উপর আপতন, কলিজা, ডিম, দুধ, মাখন, কড লিভার অয়েল, মাশরুম
কাজ: অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণের মাধ্যমে হাড় গঠনে সাহায্য করে।
অভাবজনিত রোগ: রিকেটস, অস্টিওম্যালাসিয়া।

ভিটামিন ই
রাসানিক নাম: আলফা টোকোফেরল
অন্য নাম: অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন
উৎস: ডিম, বাদাম, উদ্ভিজ্জ তেল, পাতাযুক্ত সবুজ সবজি
কাজ: অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে প্রদাহ কমায়
অভাবজনিত রোগ: নবজাতকের হিমোলাইটিক এনিমিয়া

ভিটামিন কে
রাসায়নিক নাম: ফাইলোকুইনোন, মেলাকুইনোন
অন্য নাম: অ্যান্টি হেমোরেজিক ভিটামিন
উৎস: পাতাযুক্ত সবুজ সবজি, মিষ্টি কুমড়া, ডুমুর, পার্সলে
কাজ: রক্ত জমাট বাধতে সাহায্য করে
অভাবজনিত রোগ: অতিরিক্ত রক্তক্ষরণ
    today job circular - episode 01

    https://www.youtube.com/watch?v=jToEITJdvMg

    বর্ডার গার্ড পাবলিক স্কুল বিজিবি সেক্টর, কোটবাড়ি,[…]

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যাল[…]

    অহিট ফাউন্ডেশন পরিচালিত কনষ্টাকশন কাজে ডিপ্লোমা ইঞ[…]