Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#7271
মাহাকাশে চীনের নতুন স্টেশন
মহাকাশের গবেষণা কাজের প্রয়োজনে পৃথিবীর কক্ষপথে তৈরি করা হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আই এসএস। রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, জাপানসহ এ প্রকল্পে আগ্রহী দেশগুলো তাদের অন্বেষণ কার্যক্রম পরিচালানা করে থাকে। কিন্তু পৃথিবীর বাইরের জগৎ নিয়ে চীন ক্রমেই উচ্চাবিলাষী হয়ে উঠলেও আইএসএসে তারা যোগ দিতে পারবে না। এ অবস্থায় দেশিটি নিজস্ব স্থায়ী মহাকাশ কেন্দ্র নির্মাণ করছে। এজন্য পাঠানো হয়েছে একটি গুরুত্বপূর্ণ মডিউলও। তিয়ানহে নামের মডিউলটিতে রয়েছে ক্রুদের অবস্থান করার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ২০২২ সালে কেন্দ্রটির কার্যক্রম চালু করা হবে। আর তিয়ানগং নামের নতুন মহাকাশ কেন্দ্রটিতে একাধিক মডিউল থাকবে। এবং সেটি ১০ বছর পর্যন্ত সেবা দেবে। ২৯ এপ্রিল ২০২১ চীনের ওয়েনচেং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে Long March-5B রকেটে করে যে মডিউলটি পাঠানো হয়েছে সেটির ওজন ৬৬ টন। ১৬.৬ মিটার লম্বা ও ৪.২ মিটার প্রন্থের মডিউলটিতে আসবাবপত্র ছাড়াও থাকছে জীবনরক্ষাকারী প্রযুক্তি এবং বিদ্যুৎ ও পরিচালন ব্যবস্থা। এটি থাকবে ৩৪০-৪৫০ কিলোমিটার উচ্চতায় পৃথিবীর কক্ষপথে।

হাবল টেলিস্কোপ
২৪ এপ্রিল ১৯৯০ শাটল মিশন STS-31 দ্বারা স্পেস শাটল ডিসকভারি দিয়ে একটি টেলিস্কোপ পাঠানো হয় পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে। নাম ‘হাবল টেলিস্কোপ’। পৃথিবীপৃষ্ঠ থেকে ৫৯৬ কিলোমিটার উঁচুতে এর কক্ষপথে স্থান হয় টেলিস্কোপটির। এটি বিশ্বব্রহ্মাণ্ডের লুকানো সৌন্দর্য আমাদের চোখের নাগালে নিয়ে এসেছে এবং আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। মোট পাঁচবার মহাকাশে এ টেলিস্কোপে নতুন যন্ত্রপাতি লাগানো হয়েছে। এর ফলে শুধু টেলিস্কোপের আয়ুই বাড়েনি, মেরামতের কাজ চালানোর সুবাদে সেটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত টেলিস্কোপ হয়ে উঠেচে। ছবির মানও উত্তরোত্তর বেড়ে চলেছে। হাবলের কল্যাণেই জানা গেছে যে মহাকাশের বয়স ১২০০-১৩০০ কোটি বছর। মার্কিন জ্যোতির্বিজ্ঞানী অ্যাডউইন পি হাবল (১৮৮৯-১৯৫৩) প্রথম মহাজাগতিক বস্তুসমূহের ব্লু-শিফট আর রেড-শিফট দেখিয়ে প্রমাণ করতে সক্ষম হন যে, এ মহাবিশ্ব সম্প্রসারণশীল; আর প্রতিটি বস্তু একটা আরেকটা থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছে। আর এ প্রমাণের ওপর ভিত্তি করেই পরবর্তীতে মহাবিস্ফোরণ তত্ত করেই পরবর্তীতে মহাবিস্ফোরণ তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। তাই এ বিজ্ঞানীকে সম্মান জানিয়ে হাবল টেলিস্কোপের নামকরণ করা হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1518 Views
    by sajib
    0 Replies 
    1660 Views
    by rajib
    0 Replies 
    1086 Views
    by kajol
    0 Replies 
    603 Views
    by tasnima
    0 Replies 
    572 Views
    by mousumi
    today job circular - episode 01

    https://www.youtube.com/watch?v=jToEITJdvMg

    বর্ডার গার্ড পাবলিক স্কুল বিজিবি সেক্টর, কোটবাড়ি,[…]

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যাল[…]

    অহিট ফাউন্ডেশন পরিচালিত কনষ্টাকশন কাজে ডিপ্লোমা ইঞ[…]