Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7161
১. সৌদি আরবের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত করা হয় না (সৌদি আরবের পতাকায় কালেমা তাইয়েবা থাকার কারণে কখনো অর্ধনমিত করা হয় না, আফগানিস্তান ও ইরাক এর পতাকা ও কখনো অর্ধনমিত করা হয় না)
২. বিশ্বের সর্বপ্রথম কোন দেশের জাতীয় পতাকার প্রচলন শুরু হয় ?ডেনমার্ক।
৩. মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে? সিঙ্গাপুর।
৪. মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় কয়টি রেখা আছে?১৩ টি ।
৫. ভারতের জাতীয় পাখি? ময়ূর।
৬. ভুটানের রাষ্ট্রীয় ফুল ?নীল পপি।
৭. ভুটানের জাতীয় পাখি? দাঁড় কাক।
৮. কোন দেশের পতাকাকে ইউনিয়ন জ্যাক বলা হয়? ব্রিটেন।
৯. 'ওক' কোন দেশের জাতীয় বৃক্ষ? ইংল্যান্ড।
১০. কোন দেশের পতাকায় ম্যাপল পাতার ছবি আছে? কানাডা।
১১. অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি? ক্যাঙ্গারু।
১২. "Kiwi" কোন দেশের জাতীয় প্রতীক? নিউজিল্যান্ড।
১৩. জাপানের জাতীয় প্রতীক কি? চন্দ্র মল্লিকা।

জাতি ও উপজাতি
১. মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী ?ককেশীয়।
২. নৃতাত্ত্বিক ভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? আদি অস্ট্রেলিয়া।
৩. বাংলাদেশে বসবাসকারী উপজাতির বড় অংশ? মঙ্গলয়েড।
৪. পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি পিগমি কোন দেশের অধিবাসী? কঙ্গো।
৫. চীনের শিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? উইঘুর।
৬. চীনের সর্বাধিক মুসলিম অধ্যুষিত প্রদেশ?সিনচিয়াং।
৭. স্বাধীনতার জন্য "কারেন" বিদ্রোহীরা যুদ্ধরত কোন দেশে? মিয়ানমার (স্বায়ত্তশাসনের দাবিতে কয়েক দশক ধরে দেশটির কারেন অঞ্চলে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির (কেএনএলএ) সদস্যরা সশস্ত্র লড়াই করছে।)
৮. বহু স্বামী বিবাহ ভিত্তিক পরিবার কোন সমাজে দেখা যায়?টোডা উপজাতি(ঐতিহ্যবাহী টোডা সমাজে কয়েক ভাইকে একসাথে বিয়ে করা ছিল বেশ সাধারণ ব্যাপার; তবে কন্যাশিশু হত্যার মতো এই আচারটিও বর্তমানে পরিত্যক্ত হয়েছে)
৯. আফগানিস্তানের কোন জাতি গোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ? পশতুন।
১০. জুলু উপজাতি বাস করে ?দক্ষিণ আফ্রিকায়(জুলু আফ্রিকার আদিবাসী। জুলু ভাষায় ‘জুলু’ শব্দের আর্থ ‘স্বর্গ বা আকাশ ‘। প্রায় ১ কোটি ১০ লাখ লোকের এই জনগোষ্ঠীর বসবাস আফ্রিকা মহাদেশের মোজাম্বিক, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে। তবে তাদের মূল বসবাস দক্ষিণ আফ্রিকার কোয়া-জুলু নাটাল প্রদেশে)
১১. রেড ইন্ডিয়ান কারা? আমেরিকার আদিম অধিবাসী.
১২. নিউজিল্যান্ডের আদিবাসীদের কী বলা হয়? মাউরি।
    today job circular - episode 01

    https://www.youtube.com/watch?v=jToEITJdvMg

    বর্ডার গার্ড পাবলিক স্কুল বিজিবি সেক্টর, কোটবাড়ি,[…]

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যাল[…]

    অহিট ফাউন্ডেশন পরিচালিত কনষ্টাকশন কাজে ডিপ্লোমা ইঞ[…]