Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7123
১৯ ফেব্রুয়ারি
১৯৭১ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠকে বসেন গভর্নর এস এম আহসাল । জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত বিষয়ে কথা উঠতেই বঙ্গবন্ধু জানিয়ে দেন , ‘নিঃসন্দেহে আমার সাথে প্রতারণা করা হলো ।’
১৯৭২ : উদ্বাস্তুদের সম্পত্তি প্রত্যর্পণের নির্দেশ জারি করে বঙ্গবন্ধু সরকার । ঘোষণা করা হয় পঞ্চম শ্রেণি পর্যন্ত । বিনমূল্যে পাঠ্যপুস্তক দেয়া হবে ।
১৯৭৪ : ঢাকা পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করেন বঙ্গবন্ধু ।
২০ ফেব্রুয়ারি
১৯৫৯ : জননিরাপত্তা আইনে আটক পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানের দুর্নীতি দমন আইনের মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ২৫ ফেব্রুয়ারি ।
’বঙ্গবন্ধু’ উপাধি লাভ
আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে অব্যাহতি লাভের পরদিন ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ তৎকলীন রেসকোর্স ময়দানে (বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যানে) কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে শেখ মুজিবুর রহামনের জন্য বিশাল সংবর্ধনার আয়োজন করা হয় । প্রায় ১০ লাখ ছাত্র জনতার এই সংবর্ধনা সমাবেশে শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিকভাবে ’বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন ডাকসু’র তৎকালীন ভিপি তোফায়েল আহমেদ । বঙ্গবন্ধু রেসকোর্সের ভাষণে ছাত্র সমাজের ১১ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    28 Views
    by khushbu

    আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]

    সর্বশেষ সরকারি বিধি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে[…]

    সরকারি বিধিমোতাবেক (নীতিমালা-২০২১) সোনাময়ী উচ্চ ব[…]