Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#7093
১. ভাষা কী?
উ: ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম।
২. ভাষা কীসের দ্বারা সৃষ্ট হয়?
উ: বাগযন্ত্রের সাহায্যে।
৩. মানুষের কণ্ঠনিঃসৃত বাকসংকেতের সংগঠনকে কি বলে?
উ: ভাষা।
৪. ভাষার মৌলিক অংশ কয়টি?
উ: চারটি।
৫. বাংলা ভাষার মূল উৎস কী?
উ: বৈদিক ভাষা।
৬. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
উ: ভাষা।
৭. এক এক গোষ্ঠীর মধে নিয়মশৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে বলা হয় একটি- ভাষা।
৮. ভাষার মূল উপাদান কী?
উ: ধ্বনি
৯. বর্তমান পৃথিবীতে কতটি ভাষা প্রচলিত আছে?
উ: সাড়ে তিন হাজারের ওপর
১০. ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কত তম?
উ: চতুর্থ।
১১. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
উ: বঙ্গকামরূপী।
১২. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
উ: চর্যাপদ।
১৩. বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?
উ: ইংরেজ আগমনের পর।
১৪. বাংলা ভাষার প্রধান রূপ দুটি কী কী?
উ: কথ্য ও লেখ্য।
১৫. বাংলা ভাষার রীতি/রূপ কয়টি?
উ: দুইটি।
১৬. বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কী?
উ: উপভাষা।
১৭. কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?
উ: দেশ, কাল ও পরিবেশ ভেদে।
১৮. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে হয়েছে?
উ: লেখ্য ভাষা।
১৯. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
উ: প্রমথ চৌধুরী।
২০. চলিত রীতির উদাহরণ কোনটি?
উ: শুকনো।

    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক […]

    প্রতিষ্ঠাকাল থেকে শতভাগ পাশ ও ৭০% জিপিএ-৫ প্রাপ্তি[…]

    আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]