Page 1 of 1

প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া ও জলবায়ু

Posted: Sat May 01, 2021 4:25 pm
by farjana18ru
১. প্রতিদিনের গড় তাপ,চাপ ,বায়ুপ্রবাহ ,আর্দ্রতা ও বৃষ্টিপাতের তথ্যের ভিত্তিতে কোন এলাকার যে অবস্থা প্রকাশ পায় সেইটাই আবহাওয়া।
২. সাধারনত ৩০ থেকে ৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থা কে বলে জলবায়ু।
৩. বাংলাদেশের জলবায়ু কেমন?
উ: সমভাবাপন্ন (সমুদ্র নিকটবর্তী এলাকায় শীত-গ্রীষ্ম এবং দিনরাত্রি তাপমাত্রার পার্থক্য পরিলক্ষিত হয় না , এ ধরনের জলবায়ু কে বলে সমভাবাপন্ন জলবায়ু)
৪. বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করা এখানে ক্রান্তীয় জলবায়ু বিদ্যমান।
৫.মৌসুমি জলবায়ুর প্রভাব এর কারণে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত।
৬. বাংলাদেশের উষ্ণতম স্থান?
উ: লালপুর ,নাটোর।
৭. বাংলাদেশের শীতলতম স্থান?
উ: শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
৮. বাংলাদেশের উষ্ণতম জেলা?
উ: রাজশাহী।
৯. বাংলাদেশের শীতলতম জেলা ?
উ: সিলেট।
১০. বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়?
উ: লালখান, জৈন্তাপুর, সিলেট।
১১. বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় ?
উ: লালপুর, নাটোর।
১২. বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়?
উ: বর্ষা।
১৩. বাংলাদেশের শীতকালের কম বৃষ্টিপাত হওয়ার কারণ?
উ: উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে।
১৪. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?
উ: ২০৩ সে মি।
১৫. বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়?
উ: দিনাজপুরে (১৯০৫ সালে এক ডিগ্রি সেলসিয়াস)

"প্রাকৃতিক দুর্যোগ"
১. দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মতে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ?
উ: ১৩ টি(সর্বশেষ ১৭ ই মে ২০১৬ সালে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে)
২. বাংলাদেশে সংঘটিত শতাব্দীর ভয়াবহ বন্যা হয়েছিল?
উ: ১৯৯৮ সালে।
৩. বাংলাদেশের বন্যা আশ্রয় কেন্দ্র রয়েছে?
উ: ৪২৩ টি।
৪. নদী বন্দরের জন্য সতর্ক সংকেত?
উ: ৪ টি।
৫. সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত?
উ: ১১ টি।
৬. বাংলাদেশের নদী ভাঙ্গনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ?
উ: সিরাজগঞ্জ ও চাঁদপুর।
৭. বাংলাদেশ সাধারণত ঘূর্ণিঝড় সংঘটিত হয়?
উ: আশ্বিন কার্তিক এবং চৈত্র-বৈশাখ মাসে।
৮. ঘূর্ণিঝড় বা বাতাসের বেগ ঘন্টায় ৬৩ কিলোমিটার বা তার বেশি হলে তাকে বলে সাইক্লোন।
৯. বাংলাদেশের সবচেয়ে প্রলয়ংকারী দুর্যোগ?
উ: ১৯৭০ সালের সাইক্লোন ( মারা গিয়েছিল প্রায় ৫ লাখ লোক)
১০. ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর পরিচালিত ত্রাণ তৎপরতা নাম?
উ: অপারেশন মান্না।
১১. ভূমিকম্পের দেশ বলা হয়?
উ: জাপানকে।
১২. বাংলাদেশের একমাত্র ভূকম্পন রেকর্ড কেন্দ্র?
উ:ভূকম্পন মান মন্দির অবস্থিত চট্টগ্রামে।
১৩. ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম?
উ: সিসমোগ্রাফ।
১৪. ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের যন্ত্র?
উ: রিখটার স্কেল।
১৫. বাংলাদেশে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে?
উ: ৪ টি(ঢাকা ,চট্টগ্রাম ,রংপুর, সিলেট)।