Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#7058
চিন্তা ➯ মনন, ভাবা, স্মরণ, ধ্যান, ভাবনা
ছেদ ➯ যতি, ছেদন, বিরাম, খণ্ড, দাঁড়ি
ছাত্র ➯ বিদ্যার্থী, শিষ্য, শিক্ষার্থী, শিক্ষানবিশ
জন্ম ➯ উৎপত্তি, উদ্ভব, সৃষ্টি, ভূমিষ্ঠ, জনম, আবির্ভাব
জননী ➯ মা, মাতা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাত্রী,
জলাশয় ➯ পুকুর, সরোবর, দিঘি, জলাধার, জলাভূমি
জাত ➯ জাতি, গোষ্ঠী, গোত্র, বংশ, প্রকার, কুল
জ্ঞান ➯ বোধ, বুদ্ধি, পাণ্ডিত্য, শিক্ষা, চেতনা
ঝড় ➯ সাইক্লোন, ঝটিকা, ঝঞ্ঝা, তুফান
ঝোঁক ➯ টান, আকর্ষণ, মমতা, মায়া, ভালবাসা
ঠিক ➯ সত্য, যথার্থ, নির্ভুল, ন্যায্য, ভাল, উত্তম
ঠাট্টা ➯ উপহাস, রসিকতা, বিদ্রুপ, শ্লেষ, মশকরা
ডগা ➯ শীর্ষ, শিখর, অগ্রভাগ, আগা, মাথা
ঢেউ ➯ ঊর্মি, তরঙ্গ, কলল, হিলল, জোয়ার
ঢাকনা ➯ আবরণ, আচ্ছাদন, ঢাকা, ছাদ, সরা
ঢের ➯ প্রচুর, অনেক, বেশি, রাশি, স্তুপ
তীর— কূল, তট, পাড়, সৈকত, পুলিন, ধার, কিনারা
তপন ➯ সূর্য, রবি, ভানু, প্রভাকর, দিনপতি
তৃষ্ণা ➯ পিপাসা, তেষ্টা, পিয়াসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা
তুষার ➯ বরফ, হিম, হিমানী, তুহীন, নীহার
তৈরি ➯ গঠন, নির্মাণ, গড়া, বানানো, প্রস্তুত
দলিল ➯ নথি, নথিপত্র, কাগজপত্র, পাট্টা, দস্তাবেজ
দক্ষ ➯ নিপুণ, পটু, পারদর্শী
দরদ ➯ ব্যথা, বেদনা, মমতা, টান, আকর্ষণ
দয়া ➯ অনুগ্রহ, করুণা, কৃপা, অনুকম্পা, মায়া
দিন— দিবা, দিবস, দিনমান
দেবতা ➯ অমর, দেব, সুর, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর
দ্বন্দ্ব— বিরোধ, ঝগড়া, কলহ, বিবাদ, যুদ্ধ
দুঃখ ➯ কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, দুখ, ব্যথা, বেদনা
দাস ➯ ভৃত্য, চাকর, ক্রীতদাস, অনুগত, অধীন
দান ➯ দেওয়া, অর্পণ, সম্প্রদান, বিতরণ, উৎসর্গ
দাহ ➯ দহন, জ্বালা, পোড়া, সৎকার
দীন ➯ দরিদ্র, কাতর, অসহায়, দুঃখ, করুণ , দুর্গত, নির্ধন, গরিব, বিত্তহীন, নির্বিত্ত
ধন ➯ বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, টাকা-পয়সা
ধর্ম ➯ রীতি, আচরণ, আইন, সৎকর্ম, পূণ্যকর্ম
ধ্বংস ➯ নাশ, বিনাশ, বিলপ, শেষ, ভস্ম, কেয়ামত
ধবল ➯ সাদা/শাদা, শ্বেত, শুভ্র, শুল্ক, ধলা, সিতা
নবীন ➯ আনকোরা, নতুন, আধুনিক, অধুনা, নব, নয়া
নদী— তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, কল্লোলিনী
নৌকা— নাও, তরণী, জলযান, তরী
নাম ➯ খ্যাতি, সুনাম, অভিধা, পরিচয়, মর্যাদা
নারী —রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনী
নিকট ➯ সন্নিহিত, কাছে, অদূর, অদূরবর্তী
নম্র ➯ ভদ্র, বিনয়ী, বিনয়াবনত, কোমল, নরম
নর ➯ মানব, মানুষ, মনুষ্য, লোক, জন, পুরুষ
নিজ ➯ আপন, স্বীয়, স্বয়ং, নিজস্ব, ব্যক্তিগত
নিত্য ➯ সতত, সর্বদা, প্রত্যহ, নিয়মিত, রোজ
নিদ্রা ➯ ঘুম, বিশ্রাম, রাতের অবসান, অসাড়
পণ্ডিত ➯ বিদ্বান, জ্ঞানী, বিজ্ঞ, অভিজ্ঞ
পদ্ম— কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    290 Views
    by raihan
    0 Replies 
    294 Views
    by shahan
    0 Replies 
    250 Views
    by masum
    0 Replies 
    968 Views
    by shanta
    0 Replies 
    23380 Views
    by shanta

    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক […]

    প্রতিষ্ঠাকাল থেকে শতভাগ পাশ ও ৭০% জিপিএ-৫ প্রাপ্তি[…]

    আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]