Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#7043
উদ্ভিদবিজ্ঞান
১.DNA -কে খণ্ডিত করে - রেস্ট্রিকশন এনজাইম।
২. বর্ণহীন প্লাস্টিড - লিউকোপ্লাস্ট।
৩. ‘জিনোম’ শব্দটি প্রথম ব্যবহার করেন - হ্যান্স উইঙ্কার।
৪. গমের ক্রোমোজোম সংখ্যা - ৪২।
৫. যে অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণ করে - রাইবোজোম।
৬. কীটপতঙ্গকে আকৃষ্ট করে পরাগায়ণে সাহায্য করে - ক্রোমোপ্লাস্ট।
৭. কোষ ঝিল্লির শুষ্ক ওজনের বেশির ভাগই হল - লিপিড।
৮. মানুষের ডিপ্লয়েড কোষে - ৫-৬ পিকোগ্রাম DNA থাকে।
৯. ছত্রাকের কোষ প্রাচীর যা দিয়ে তৈরি - কাইটিন।
১০. কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক - মাইসিলিস।
১১. এক সূত্রক RNA ভাইরাস - TMV।
১২. উদ্ভিদের মূলে ভাস্কুলার ব্যান্ডেল থাকে - অরীয় ধরনের।
১৩. প্রোলামিন জাতীয় প্রোটিনের উদাহরণ - ভুট্টার জেইন।
১৪.বিজ্ঞানীদের দৃষ্টিতে বনভূমির বায়োম - তিন ধরনের।
১৫. সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় যে শৈবালে - স্পাইরোগাইরা।
১৬. স্পাইকলেট পুষ্পবিন্যাস দেখা যায় যে উদ্ভিদে - ধান।
প্রাণিবিজ্ঞান
১. মানবদেহে এন্টিজেন আছে - প্রায় ৪০০ রকমের।
২.ইউরিয়া সৃষ্টি হয় - যকৃতে।
৩. বায়ুথলি থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে - ব্যাপন প্রক্রিয়ায়।
৪. সপ্তম করোটিক স্নায়ু - ফ্যাসিয়াল।
৫. অপ্রতিসাম্য দেখা যায় - স্পঞ্জ জাতীয় প্রাণীতে।
৬. রেচনতন্ত্র শিখা কোষ দিয়ে গঠিত যে পর্বের প্রাণীর - প্লাটিহেলমিনথিস।
৭. হাইড্রার মেসোগ্লিয়া ঘেঁষে যে কোষটি অবস্থিত - স্নায়ু কোষ।
৮. পানিশূন্য অবস্থায় নিষ্ক্রিয় থাকে - প্রোটোপ্লাজম।
৯. মানুষের পিউপিল ছোট বড় হয় - আলোক রশ্মির তীব্রতা অনুযায়ী।
১০. মস্তিষ্কের দ্বিতীয় বৃহত্তম অংশ - সেরেবেলাম।
১১. প্রথম রক্তচাপ পরিমাপ করেন - স্টিফেন হেলস।
১২. যকৃতের কলায় পাওয়া যায় না - অ্যালভিওলাই।
১৩. প্লাকয়েড আঁইশ দেখা যায় যে প্রাণীতে - হাঙ্গর।
১৪. এককোষী প্রাণী যে পর্বের অন্তর্ভুক্ত - Protozoa।
১৫. টায়ালিন যে ধরনের খাবার পরিপাকে ভূমিকা রাখে - শর্করা।
১৬. আমিষ জাতীয় খাদ্যের শোষণ নিয়ন্ত্রণ করে - থাইরক্সিন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    740 Views
    by bdchakriDesk
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    72 Views
    by rafique

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]