Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#7042
১. আধুরিক কম্পিউটারের আবিষ্কারক - হাওয়ার্ড আইকেন।
২. বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেস - Intel 4004।
৩. বাংলাদেশ চতুর্থ প্রজন্মের ফোর জি মোবাইল ফোন সেবার যুগে প্রবেশ করে - ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
৪. পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব - কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)।
৫. মাইক্রোপ্রসেসরের প্রচলন চালু হয় যে প্রজন্মের কম্পিউটারে - চতুর্থ প্রজন্ম।
৬. বাংলাদেশে তৈরি ‘দোয়েল’ ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান - টেলিফোন শিল্প সংস্থা।
৭.PDA ’র পূর্ণরূপ - Personal Digital Assistant.
৮. HTML ব্যবহার করা হয় - ওয়েব পেইজ ডিজাইনের ক্ষেত্রে।
৯. ১ মেগাবাইট সমান - ১০২৪ কিলোবাইট।
১০. USB -এর পূর্ণরূপ - Universal Serial Bus.
১১. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় - সিলিকন দিয়ে।
১২. মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য ব্যবহৃত হয় - MICR ।
১৩. Global Village তথা ‘বিশ্বগ্রাম ধারণা’ সর্বপ্রথম উপস্থাপন করেন- মার্শাল ম্যাকলুহান।
১৪. মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বলে - বায়োমেট্রিক প্রযুক্তি।
১৫. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট যুগে প্রবেশ করে - ৫৭তম দেশ হিসেবে।
১৬. বাংলাদেশে ডিজিটার নিরাপত্তা আইন প্রণীত হয় - ২০১৮ সালে।
১৭. GPS - এর পূর্ণরূপ - Global Positioning System।
১৮. তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেয়াকে বলে - টেলিমেডিসিন।
১৯. স্ক্যানার যে ধরনের ডিভাইস - ইনপুট কিংবা মেসেজ পাঠানোক বলে - স্প্যামিং।
২০. ১ বাইট সমান - ৮ বিট।
২১. অপটিক্যাল ফাইবারে তথ্য আদান প্রদানের মাধ্যম হলো - আলো।
২২. Wi-Fi- যে স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে - IEEE 802.11।
২৩. ব্লটুথ যার নামানুসারে নামকরণ করা হয় - ডেনমার্কের রাজা।
২৪. সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয় - ওয়ার্ক-স্টেশন।
২৫. যে প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় - TCP/IP
২৬. কম্পিউটারকে ইন্টারনেট সংযুক্ত করার জন্য যে যন্ত্রাংশটি আবশ্যক - মডেম।
২৭. ক্লাউড কম্পিউটিং পদ্ধতিকে প্রধানত ভাগ করা যায় - ৩ ভাগে।
২৮. কম্পিউটারের বাইনারি সংখ্যা পদ্ধতি যে সংখ্যার উপর প্রতিষ্ঠিত - ০ এবং ১।
২৯. হেক্সাডেসিমাল গণনায় মৌলিক সংখ্যা- ১৬টি।
৩০. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়- ৬৫৫৩৬টি।
৩১. একটি লজিক গেট এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে এই গেটটি - NAND
৩২. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা - FORTRAN।
৩৩. প্রথম বাংলা সার্চ ইঞ্জিনের নাম - পিপীলিকা।
৩৪. দ্বিতীয় প্রজন্মের ভাষা - অ্যাসেম্বলি ভাষা।
৩৫. উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যার প্রয়োজন তাকে বলে - অনুবাদক।
৩৬. আধুনিক প্রোগ্রামিং ধারণার প্রবর্তক - অ্যাডা লাভলেস।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    740 Views
    by bdchakriDesk
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    72 Views
    by rafique

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]