Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#7038
মহাকাশচারীর ক্যামেরায় তোলা এক ছবিতে পৃথিবীর দুই মহাদেশের এক অসাধারণ ছবি সম্প্রতি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেই ফ্রেমেই ধরা পড়েছে দুই কৃত্রিম উপগ্রহ সয়্যুজ ক্যাপস্যুল এবং ক্যানাডার্ম-২। ভূমধ্যসাগরের ওপর ছবিটি তোলা হয় মহাকাশ থেকে। দুই কৃত্রিম উপগ্রহ ছাপিয়ে দেখা যাচ্ছে দক্ষিণ-পূর্ব ভূমধ্যসাগরের ছবি। ছবিতে আফ্রিকা এ এশিয়ার চিত্র ধরা পড়ে। এ ওয়াইড অ্যাঙ্গেল ছবিটি তোলেন মহাকাশচারী অ্যান্ড্রু মরগ্যান। ২০১৯ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ছবিটি তোলা হয়। নিকন ডি৫ ডিজিটাল ক্যামেরার ১৬ মিলিমিটারের ফিস আই লেন্স ব্যবহার করে ছবিটি তোলা হয়।
গ্রহানুতে পানি ও জৈব পদার্থের সন্ধান
জাপানের মহাকাশ গবেষণা সংস্থা JAXA ২০১০ সালে ‘হায়াবুসা’ নামের এক অভিযান চালিয়েছিল। ঐ সময়ই ‘ইতোকাওয়া’ নামের এক গ্রহাণু থেকে শস্যদানার আকৃতির নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেটি বিশ্লেষণ করেই সম্প্রতি বিজ্ঞানীরা তাতে পানি ও বিভিন্ন জৈবপদার্থের অস্তিত্ব পান। বিজ্ঞানীরা বলেছেন, নমুনা যে পানি ও জৈব পদার্থগুলো পাওয়া গেছে, তা ঐ গ্রহাণুতেই সৃষ্টি হয়েছে। শত শত কোটি বছর ধরে গ্রহাণুটির বিবর্তন হয়েছে। আর সেই বিবর্তনের ধারাবাহিকতাতেই পানি ও জৈব পদার্থ তৈরি হয়েছে। একই প্রক্রিয়ায় প্রথিবীও প্রাণের বাসযোগ্য হয়ে উঠেছিল। বিজ্ঞানীরা নমুনা নিয়ে যে কাজ করেন, তার নাম দেয়া হয়েছে ‘আমাজন’।
    today job circular - episode 01

    https://www.youtube.com/watch?v=jToEITJdvMg

    বর্ডার গার্ড পাবলিক স্কুল বিজিবি সেক্টর, কোটবাড়ি,[…]

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যাল[…]

    অহিট ফাউন্ডেশন পরিচালিত কনষ্টাকশন কাজে ডিপ্লোমা ইঞ[…]