Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#7030
মে ২০২১ জাপানে অনুষ্ঠেয় ৩২তম অলিম্পিক গেমসের মশাল বহন করবেন বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি ১১৮ বছরের কানে তানাকা । ইতোমধ্যে দ’বার ক্যানসারকে পরাস্ত করেন এই জাপানি নারী । তিনি দেখেছেন দুটি বৈশ্বিক মহামারি । তানাকার পরিবার তাকে একটি হুইল চেয়ারে ১০০ মিটার এগিয়ে নিয়ে যাবেন , তখন তার হাতে শোভা পাবে প্রজ্বলিত অলিম্পিক মশাল । এরপর তিনি মশাল হাতে হেঁটে স্পটে পৌঁছাবেন । এর আগে ২০১৬ সালে রিও অলিম্পিকে ১০৬ বছর বয়সি ব্রাজিলের অ্যাইডা গেম্যানক অলিম্পিকের মশাল বহন করেছিলেন ।

নারী ক্রিকেট
নতুন টুর্নামেন্ট ও বিশ্বকাপে দল বৃদ্ধি
পরবর্তী চক্রে মেয়েদের নতুন একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেয় আসিসি । পাশাপাশি মেয়েদের ওয়ানডে ও টি২০ বিশ্বকাপে বাড়ছে অংশগ্রহণকারী দলের সংখ্যা । ৮ মার্চ ২০২১ এ ঘোষণা দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা । ২০২৩-২০৩১ সাল পর্যন্ত চলবে পরবর্তী চক্র । এই চক্রে ওয়ানডে বিশ্বকাপ আছে দুটি , টি২০ বিশ্বকাপ চারটি । নতুন টুর্নামেন্টের নাম দেওয়া হয় ‘উইমেন্স টি২০ চ্যাম্পিয়ন্স কাপ’, যা অনেকটা ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফির মতো । ২০২৯ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপ হবে ১০ দলের , ম্যাট হবে মোট ৪৮টি । (২০২৫ পর্যন্ত ৮ দল,ম্যাচ ৩১টি) । ২০২৬ থেকে টি২০ বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল, ম্যাচ হবে ৩৩টি (২০২৪ পর্যন্ত ১০ দল, ম্যাট ২৩টি) । আর টি২০ চ্যাম্পিয়ন্স কাপ হবে ২০১৭ ও ২০৩১ সালে । ৬ দলের এ টুর্নামেন্টে ম্যাচ হবে ১৬টি ।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]