Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#7028
৪ মার্চ ২০২১ অ্যান্টিগায় অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংক ম্যাচে হ্যাটট্রিক করেন শ্রীলংকান স্পিনার আকিলা ধনাঞ্জয়া । তিনি বিশ্বের ১৩তম বোলার ও চতুর্থ স্পিনার এবং শ্রীলংকার তৃতীয় বোলার হিসেবে এ হ্যাটট্রিক হরেন । আন্তর্জাতিক টি২০তে একমাত্র বোলার হিসেবে দুটি হ্যাটট্রিক করেন শ্রীলয়কার পেসার লাসিথ মালিঙ্গা ।
৬ বলে ৬ ছক্কা
আন্তর্জাতিক টি২০তে দ্বিতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৬ বলে ৬ ছক্কা মারেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড । ৪ মার্চ ২০২১ অ্যান্টিগায় অনুষ্ঠিত উইন্ডিজ - শ্রীলংক ম্যাচে শ্রীলংকার বোলা আকিলা ধনাঞ্জয়ার এক ওভারে ৬টি বলে ৬টি ছক্কা মারেন পোলার্ড । আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বলে ৬ ছক্কা মারা আগের দুই ব্যাটসম্যান -
হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা) এবং যুবরাজ সিং (ভারত) ।
-ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে এক ওভারে টানা ৬ বলে ৬ ছক্কার নজির রয়েছে আরও ৫টি ।

জোকোভিচের বিশ্বরেকর্ড
৮ মার্চ ২০২১ প্রকাশিত পুরুষ টেনিসের বিশ্ব র‌্যাঙ্কিং অনুযায়ী , র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় হলেন ১৮টি গ্রান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ । এর মাধ্যমে তিনি টানা ৩১১ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার নতুন বিশ্বরেকর্ড গড়েন । ভেঙ্গে দেন সুইজারল্যান্ডের রজার ফেদেরারের ৩১০ সপ্তাহ ধরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার রেকর্ড । তবে টানা সবচেয়ে বেশি ২৩৭ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার রেকর্ডটা এখনও অবশ্য ফেদেরারেরই । জোকোভিচ দুই দফায় র‌্যাঙ্কিংয়ের শীর্ষের ছিলেন টানা ৮৮ সপ্তাহ ।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]