Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
By rana
#847
▶ বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল = মেসোপটেমিয়ায়।
▶ সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে = ক্যালডীওরা।
▶ পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রনয়ণ হয় = ব্যাবিলনে।
▶ গনতন্ত্রের সূতিকাগার হলো = গ্রীক।
▶ ইতিহাসের জনক বা পিতা = হেরোডোটাস।
▶ এশিয়া মহাদেশের আয়তন ইউরোপের = সাড়ে চারগূন।
▶ বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ = ভূটান।
▶ প্রাচীন কালে পারস্য নামে পরিচিত ছিল = ইরান।
▶ স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর যে দেশের অধীনে ছিল = ইন্দোনেশিয়া।
▶ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় = 1885 সালে।
▶ "আরব বসন্ত" বলতে বুঝায় = আরবের বিভিন্ন দেশে গনজাগরণ।
▶ দুটি মহাদেশের অন্তর্ভুক্ত দেশ = তুরস্ক।
▶ মাদার তেরেসা জন্মগ্রহণ করেন = মেসিডোনিয়া।
▶ ভারতের অঙ্গ রাজ্য রয়েছে = 29 টি।
▶ চীনের দ্বৈত অর্থনীতির কারন = হংকং এর অর্থনীতি সচল রাখা।
▶ "কর্নারস্টোন অব্ পিস" স্মৃতিসৌধটি অবস্থিত = ওকিনাওয়া, জাপান।
▶ নেপালের সর্বশেষ রাজা ছিলেন = জ্ঞানেন্দ্র।
▶ আরব স্পেনকে অভিহিত করত = আইবেরীয় উপদ্বীপ নামে।
▶ গ্রিনল্যান্ডের এর মালিকানা = ডেনমার্কের।
▶ পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় = 3 অক্টোবর 1990 (ভাগ হয় 1961 সালে।
▶ যে দেশের সরকার প্রধানকে "চ্যান্সেলর" বলা হয় = জার্মানি ও অস্ট্রিয়া।
▶ যে দেশের সংবিধান অলিখিত = যুক্তরাজ্য।
▶ সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি যে দেশে = ইংল্যান্ড।
▶ ফ্রান্সের প্রেসিডেন্ট এর বাসভবনের নাম কি = এলিসি প্রাসাদ।
▶ ইউরোপের রেনেসাঁ শুরু হয় = চতুর্দশ শতাব্দীতে।
▶ হিটলারের রাজনৈতিক দলের নাম কি = Nazi party.
▶ দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট = ডি ক্লার্ক।
▶ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে নূন্যতম ইলেকট্ররাল ভোটের প্রয়োজন = 270 টি।
▶ মাওরি কোন দেশের অধিবাসী = নিউজিল্যান্ড।
▶ পৃথিবী = সৌরজগৎ এর একটি গ্রহ।
▶ পৃথিবীর জনসংখ্যা = 716.21 কোটি।
▶ সূর্যকে প্রদক্ষিণ = 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড।
▶ পৃথিবীর মহাদেশ সংখ্যা = 7টি।
▶ পৃথিবীর মহাদেশগুলো = এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উওর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও এন্টার্কটিকা।
▶ পৃথিবীর মহাসাগর গুলো = পাঁচটি:- প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উওর মহাসাগর, দক্ষিণ মহাসাগর।
▶ পৃথিবীর দিনরাত সমান হয় = 21 মার্চ ও 23 সেপ্টেম্বর।
▶ পৃথিবীর বৃহত্তম মহাদেশ = এশিয়া।
▶ প্রশান্ত মহাসাগরের গবীরতম খাত = মারিয়ানা ট্রেঞ্চ।
▶ পৃথিবীর স্বাধীন রাষ্ট্র = 195 টি।
▶ পৃথিবীতে গনতান্ত্রিক রাষ্ট্র = 122 টি।
▶ সর্বশেষ স্বাধীন রাষ্ট্র = দক্ষিণ সুদান (2011, 9 জুলাই)।
▶ এশিয়ার বিখ্যাত অরন্য = তৈগা।
▶ এশিয়ার বৃহত্তম মরুভূমি = গোবি মরুভূমি।
▶ দক্ষিণ এশিয়ার কোন দেশে সারা বছর বৃষ্টিপাত হয় = শ্রীলংকা।
▶ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র = শ্রীলঙ্কা।
▶ এশিয়া মহাদেশের অর্থনীতির মূল উৎস = কৃষি।
▶ এশিয়ার বৃহত্তম হ্রদ = কাস্পিয়ান সাগর।
▶ জনসংখ্যায় এশিয়ার ছোট দেশ = মালদ্বীপ।
▶ আয়তনে এশিয়ার ছোট দেশ = মালদ্বীপ।
▶ সার্কভূক্ত দেশগুলোর মধ্যে শিক্ষার হার বেশী = মালদ্বীপে।
▶ পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ = চীন।
▶ জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশ = চীন।
▶ গ্রেট হল অবস্থিত = চীনে।
▶ গোবি মরুভূমি অবস্থিত = চীনে।
▶ মানব সভ্যতা শুরু হয় = কৃষি থেকে।
▶ ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত = তুরস্ক।
▶ East London অবস্থিত = দক্ষিণ আফ্রিকায়।
▶ দক্ষিণ আফ্রিকায় কত বছর শ্বেতাঙ্গ শাসন ছিল = 342 বছর।
▶ হোয়াংহো নদীর উৎপত্তি হয়েছিল = কুনলুন পর্বত।
▶ ইউরোপের কর্কপিট বলা হয় = বেলজিয়াম কে।
▶ গ্রিন পিচ কোন দেশের পরিবেশবাদী গ্রুপ = নেদারল্যান্ড (1971 প্রতিষ্ঠিত)
▶ যুক্তরাষ্ট্রের ইউনিয়নে সর্বশেষ যুক্ত হয় = হাওয়াই (1959)
▶ যুক্তরাষ্ট্রের কোন স্ট্রেটটি ফ্রান্সের নিকট থেকে কয় করা হয় = লুইসিয়ানা 1912 সালে।
▶ বান্দুং শহরটি কোথায় অবস্থিত = ইন্দোনেশিয়া।
▶ কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত = নাউরু।
▶ কোনটি নিশীত সূর্যের দেশ = নরওয়ে।
▶ কোনটি চিরশান্তির শহর = রোম।
▶ বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত = আফ্রিকা।
▶ রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি = ভ্লাদিভস্টক।
▶ কসোভোর রাজধানী = প্রিন্টিনা।
▶ মধ্য এশিয়ায় অবস্থিত সর্ববৃহৎ প্রজাতন্ত্র = কাজাখাস্থান।
▶ বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত = লাসা।
▶ হাজার হ্রদের/হাজার দ্বীপের দেশ = ফিনল্যান্ড।
▶ সার্কভূক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই = মালদ্বীপ।
▶ ওয়াল স্ট্রিট অবস্থিত = নিউইয়র্কে।
▶ কঙ্গোর রাজধানী = কিনসাসা।
▶ জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ = ইন্দোনেশিয়া।
▶ কারবালা বর্তমানে কোথায় অবস্থিত = ইরাকে।
▶ চীনের দুঃখ নামে পরিচিত = হোয়াংহো নদী।
▶ সবচেয়ে বেশি চা উৎপাদন হয় = এশিয়া।

সংগৃহিত
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]