Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#7012
ভাষা ও ব্যাকরণ
১. কর্ম শব্দের সঠিক উচ্চারণ - করমো।
২. যে রীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম মেনে চলে - সাধুরীতি।
৩. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা - ২৫টি।
৪. বিস্মিত শব্দটির সঠিক উচ্চারণ - বিশশিতো।
৫. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে - ফলা।
৬. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় - অক্ষর।
৭. ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় - রূপতত্ত্ব।
৮. স্পৃষ্ট ব্যঞ্জন হলো - ম।

ধ্বনি
১. ভাষার একক হলো - ধ্বনি।
২. স্বরবর্ণের পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণ - ৬টি।
৩. রত্ন>রতন, ধর্মং>ধরম প্রভৃতি যে জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ- মধ্য স্বরাগম।
৪. লাল>নাল যে ধরনের ধ্বনি পরিবর্তন- বিষমীভবন।
৫. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তাকে বলে - অসমীকরণ।

শব্দ
১. গোলাপ যে ধরনের শব্দ- মৌলিক শব্দ।
২. পানি শব্দটি যে ভাষা থেকে এসেছে - হিন্দি।
৩. যোগরূঢ় শব্দের উদাহরণ - পঙ্কজ।
৪. ‘একবিংশ’ হচ্ছে- পূরণবাচক শব্দ।
৫. বামেতর শব্দটির অর্থ -ডান।

সন্ধি-বিচ্ছেদ
অতি+অন্ত=অত্যন্ত
রাজ্+নী=রাজ্ঞী
সম্+চয়=সঞ্চয়
উৎ+স্থান=উত্থান
মুখ+ছবি=মুখচ্ছবি
নিঃ+রোগ=নীরোগ
অহম্+কার=অহংকার।

সমাস
হররোজ=রোজ রোজ - অব্যয়ীভাব
শোকার্ত=শোক দ্বারা আর্ত-তৃতীয়া তৎপুরুষ
নিখুঁত=নেই খুঁত- নঞ তৎপুরুষ
ছাপোষা=ছা পোষে যে - বহুব্রীহি
কালান্তর=অন্য কাল-নিত্য সমাস
প্রগতি=প্র(প্রকৃষ্ট)গতি-প্রাদি সমাস।

কারক ও বিভক্তি
১. তিলে তৈল হয় - অপাদানে সপ্তমী।
২. তিনি ব্যাকরণে পণ্ডিত -অধিকরণে সপ্তমী।
৩. ভিখারিকে ভিক্ষা দাও - সম্প্রদানে ৪র্থী।
৪. কালির দাগ দাও - করণে ষষ্ঠী।
৫. মাহবুব বই পড়ে - কর্মে শূন্য।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    206 Views
    by mousumi
    0 Replies 
    90 Views
    by raihan
    0 Replies 
    195 Views
    by tasnima
    0 Replies 
    743 Views
    by bdchakriDesk
    0 Replies 
    83 Views
    by rafique
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]