Page 1 of 1

বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি প্রস্তুতি: বাংলা প্রথম পত্র গদ্যাংশ

Posted: Mon Apr 26, 2021 11:12 pm
by dauddu
১. ‘লোকরহস্য’ প্রবন্ধের রচয়িতা - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২. ‘বিড়াল’ রচনায় যে যুদ্ধের কথা উল্লেখ আছে - ওয়াটার লু যুদ্ধ।
৩. অপরিচিতা গল্পে কথকের বাবার পেশা ছিল - ওকালতি।
৪. পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে যে গল্পে - অপরিচিতা।
৫. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে নবাবী চাল বলতে বোঝানো হয়েছে - অলস সময় কাটানো।
৬. ‘পদ্মরাগ’ উপন্যাসের রচয়িতা - রোকেয়া সাখাওয়াত হোসেন।
৭. ‘আহ্বান’ গল্পে বুড়িকে মা ডাকতো - হাজরা ব্যাটার বউ।
৮. ‘ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়’ উক্তিটি যে রচনার - আমার পথ; কাজী নজরুল ইসলাম।
৯. যে কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন- আনন্দময়ীর আগমনে।
১০. ‘মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও’ বাক্যটি যে গল্পের- জীবন ও বৃক্ষ।
১১. মাসি-পিসি গল্পের চরিত্র- কৈলাশ, রহমান ও কানাই।
১২. ‘প্রাগৈতিহাসিক’ গল্পটির রচয়িতা- মানিক বন্দ্যোপাধ্যায়।
১৩.ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কারাগারে বন্দি ছিলেন- ফরিদপুর।
১৪. ‘কী জাদু বাংলা গানে’ চরণটি যে রচনায় উদ্ধৃত হয়েছে - জাদুঘরে কেন যাবো।
১৫. ‘রেইনকোট’ গল্পে অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম- ইসহাক মিয়া।
১৬. ‘মাহজাগতিক কিউরেটর’ গল্পটি মুহাম্মদ জাফর ইকবালের যে গ্রন্থের অন্তর্গত - জলজ।
১৭. প্রখ্যাত গল্পকার গী দ্য মোপাসাঁ যে দেশে জন্মগ্রহণ করেন- ফ্রান্স।