Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6999
১. নক্ষত্র হচ্ছে - জ্বলন্ত গ্যাসপিণ্ড।
২. হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি হয়-নক্ষত্র।
৩. গ্রিনিচের দ্রাঘিমা- শূন্য ডিগ্রি (০°) ধরা হয়।
৪. Map শব্দটি এসেছে - ল্যাটিন শব্দ Mappa থেকে।
৫. কয়লা এবং খনিজ তেলকে বলা হয় - জৈব শিলা।
৬. গ্রানাইট রূপান্তরিত হয়ে পরিণত হয় - সিসে।
৭. ১৯৩৫ সালে বিহারে এবং ১৯৫০ সালে আসামে ভূমিকম্প হয় - শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজ সৃষ্টির কারণে।
৮. ইরানের কোহিসুলতান একটি - মৃত আগ্নেয়গিরি।
৯. প্রবহমান দুইটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলে - দোয়াব।
১০. তিস্তা ও করতোয়া নদী দুইটি - যমুনার উপনদী।
১১. প্রতি ১০০০ মিটার উচ্চতায় ৬° সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়- ট্রপোমণ্ডলে।
১২. মধুপুরের চত্বর ও বরেন্দ্রভূমি - ক্ষয়জাত সমভূমির উদাহরণ।
১৩. বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে স্বাভাবিক বৃষ্টিপাতকে প্রধানত ভাগ করা যায় - চারটি শ্রেণিতে।
১৪. যখন চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থা করে - জোয়ার অত্যন্ত প্রবল হয়।
১৫. 3R means-Reduce, Reuse, Recycle ।
১৬. ১ নটিক্যাল মাইল - ১.৮৫২ কি.মি.।
১৭. বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় - শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায়।
১৮. গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য - কালবৈশাখী ঝড়।
১৯. দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাক্ষেত্র থেকে উত্তোলন করা হচ্ছে - উৎকৃষ্টমানের লিগনাইট কয়লা।
২০. দীর্ঘস্থায়ী এবং সবচেয়ে বেশি এলাকা ক্ষতিগ্রস্ত - ১৯৯৮ সালের বন্যায়।
২১. বাংলাদেশে বর্ষাকালে ঘূর্ণিঝড় হয় - দক্ষিণ মৌসুমি বায়ুর কারণে।
২২. বাংলাদেশকে ভূমিকম্প সংঘটনীয় অঞ্চলে বিভক্ত করা হয়েছে - তিনটি।
২৩. দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দুর্যোগ পূর্বপ্রস্তুতিকে বলে - দুর্যোগ প্রশমন।
২৪. সর্বপ্রথম GIS কৌশল ব্যবস্থার আরম্ভ হয় - কানাডায়, ১৯৬৪ সালে।
২৫. নদীর দুদিকের নিম্নভূমি পলি দ্বারা ভরাটকৃত ভূমিকে প্লাবন সমভূমি বলে।
২৬.রিসাং ঝরনা অবস্থিত - রাঙামাটি, খাগড়াছড়ি।
২৭. যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত - ল্যাকোলিথ পর্বত।
২৮. ফিলিপাইনের পিনাটুবো - আগ্নেয় পর্বত।
২৯. সাহারা মরুভূমি - ১১টি দেশে বিস্তৃত।
৩০. Gulf - প্রায় চারদিক স্থলবিশিষ্ট জলরাশি।
৩১. Bay - তিনদিক স্থলবিশিষ্ট জলরাশি।
৩২. বায়ুমণ্ডলের প্রধান দুইটি উপাদান - নাইট্রোজেন ও অক্সিজেন।
৩৩. ব্ল্যাক ফরেস্ট আবদ্ধ - রাইন উপত্যকা দ্বারা।
৩৪. আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঝড়কে বলা হয় - হারিকেন।
৩৫. আম্পান শব্দটি থাই ভাষার শব্দ যার অর্থ - দৃঢ়তা বা স্বাধীন চিত্ত বা শক্তি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    930 Views
    by mousumi
    0 Replies 
    16111 Views
    by tasnima
    0 Replies 
    4231 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]