Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6991
বাংলা
১. আজ> আইজ এবং বাক্য > বাইক্য যে ধ্বনি পরিবর্তনের উদাহরণ- অপিনিহিতি।
২. ‘কবিতার কথা’ প্রবন্ধটি রচনা করেন - জীবনানন্দ দাশ।
৩. বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ - ৬টি।
৪. ‘হ্ন’ যুক্তাক্ষরের বিশ্লেষণ - হ্ +ন।
৫. ‘ঢেঁকি’ শব্দটি যে ধরনের শব্দ - দেশি।
৬. ‘দেখে যেন মনে হয় চিনি উহারে।’ - পঙক্তির ‘যেন’ পদটি - সংযোজক অব্যয়।
৭. ভাষার মূল উপকরণ হলো - বাক্য।
৮. ’নালিশটা অযৌক্তিক।’ যে ধরনের বাক্য - অস্তিবাচক।
৯. ‘সর্বজন’-এর বিশেষণ - সর্বজনীন।
১০. বাংলা ভাষার প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক - কৃষ্ণকুমারী।
১১. ‘গাড়ি চলে না, চলে না, চলে নারে’ - গানটির গীতিকার - শাহ আবদুল করিম।
১২. ’মুক্ত’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় - √মুচ্ +ক্ত (কৃৎ প্রত্যয়)।
১৩. প্রথম বাঙালি নারী কবি চন্দ্রাবতীর জন্মস্থান - কিশোর গঞ্জ।
১৪. ‘আলোছায়া’ পদটি যে সমাসের অন্তর্গত - দ্বন্দ্ব সমাস।
১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম ছোটগল্প - ভিখারিনী।
১৬. কাজী নজরুল ইসলাম ‘অগ্নিবীণা’ কাব্য উৎসর্গ করেন - বারীন্দ্র কুমার ঘোষকে।
১৭. ‘অক্টোপাস’ উপন্যাসের রচয়িতা - শামসুর রাহমান।
১৮. বাক্যে সেমিকোলন (;) থাকলে থামতে হয় - ১ বলার দ্বিগুণ সময়।
১৯. ‘অপকার করার ইচ্ছা’র এককথায় প্রকাশ - অপচিকীর্ষা।
২০. ‘জোছনা ও জননীর গল্প’ উপন্যাসের রচয়িতা - হুমায়ুন আহমেদ।
২১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন - হুগরির দেবানন্দপুর গ্রামে।
২২. ‘পরস্পর’ শব্দের সন্ধি বিচ্ছেদ - পর+পর।
২৩. প্রাচীন যুগে কৃষিকাজের জন্য উপযোগী সাহিত্য - ডাক ও খনার বচন।
২৪. ‘ব্রীহি’ শব্দের অর্থ - ধান।
২৫. ‘বাংলার মিল্টন’ বলা হয় - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে।
২৬.জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি প্রথম ছাড়া হয় - কল্লোল পত্রিকায়্
২৭. ‘যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে’ - এটি যে ধরনের বাক্য - মিশ্র বাক্য।
২৮. নিত্য স্ত্রীবাচক শব্দ - সতীন, সপত্নী, এয়ো, ললনা প্রভৃতি।
২৯. যে ধাতু বিশ্লেষণ করা যায় না - মৌলিক ধাতু।
৩০. ‘ত্বরা’ -এর বিপরীত শব্দ - বিলম্ব।
৩১. Chancellor -এ পরিভাষা- আচার্য।
৩২. ’লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলা ভাষায় এসেছে - আরবি ভাষা থেকে।
৩৩. বাংলা বর্ণমালায় ‘হ’ - ঘোষ মহাপ্রাণ ধ্বনি।
৩৪. Dissimilation শব্দের বাংলা পরিভাষা - অসমীকরণ।
৩৫. বচন শব্দের অর্থ - সংখ্যার ধারণা।
৩৬. ‘হের’ ধাতুটি যে ভাষা থেকে আগত - অজ্ঞাতমূল ধাতু।
৩৭. ‘সংস্কৃতির সংকট’ প্রবন্ধের লেখক - বদরুদ্দীন উমর।
৩৮. ‘সর্বজন’-এর বিশেষণ - সর্বজনীন।
৩৯. ‘সমুদ্রের স্বপ্ন ও শীতের অরণ্য’ গ্রন্থের রচয়িতা- হাসান আজিজুল হক।
৪০. সারদামঙ্গল কাব্যের কবি - বিহারীলাল চক্রবর্তী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    838 Views
    by tasnima
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    19 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]