Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#844
০১★প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
উঃ তাজউদ্দিন আহম্মেদ।

০২★প্রশ্ন: মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
উঃ এম, মনসুর আলী।

০৩★প্রশ্ন: মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
উঃ তাজউদ্দিন আহম্মেদ।

০৪★প্রশ্ন: মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ শেখ মুজিবর রহমান।

০৫★প্রশ্ন: মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ সৈয়দ নজরুল ইসলাম।

০৬★প্রশ্ন: মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
উঃ অধ্যাপক ইউসুফ আলী।

০৭★প্রশ্ন: মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
উঃ মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)

০৮★প্রশ্ন: জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
উঃ ১৮ এপ্রিল, ১৯৭১।

০৯★প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?
উঃ ক্যাপ্টেন এ কে খন্দকার।

১০★প্রশ্ন: প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
উঃ এম হোসেন আলী।

১১★প্রশ্ন: সাইমন ড্রিং কে ছিলেন?
উঃ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।

১২★প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উঃ ১৮ এপ্রিল কলকতায়।

১৩★প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
উঃ ১১ টি।

১৪★প্রশ্ন: কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?
উঃ ১০ নং সেক্টর।

১৫★প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
উঃ ৭ জন।

১৬★প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
উঃ ৬৮ জন।

১৭★প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?
উঃ ১৭৫জন।

১৮★প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
উঃ ৪২৬ জন।

১৯★প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?
উঃ ৬৭৬ জন।

২০★প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।

সংগৃহিতঃ Tapas Biswas
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1243 Views
    by sajib
    0 Replies 
    1457 Views
    by rajib
    0 Replies 
    870 Views
    by kajol
    0 Replies 
    567 Views
    by shihab
    0 Replies 
    487 Views
    by tasnima

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]