Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6978
ভাষা ও সাহিত্য
১. ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’
কাব্য গ্রন্থের রচয়িতা - শামসুর রাহমান।
২. ‘মৈমনসিংহ গীতিকা’ সম্পাদনা করেন- ড. দীনেশচন্দ্র সেন।
৩. ‘কোন এক মাকে’ কবিতাটি লিখেছেন - আবু জাফর ওবায়দুল্লাহ।
৪. চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন- মুনিদত্ত।
৫. ‘মনসামঙ্গল’ কাব্যের অপর নাম - পদ্মপুরাণ।
৬. কবিওয়ালাদের মধ্যে প্রাচীন কবিয়াল - গোঁজলা গুঁই।
৭. ‘কাঁকরমণি’ নাটকটি লিখেছেন - শওকত ওসমান।
৮. ‘শাহনামা’ কাব্যগ্রন্থের রচয়িতা - ফেরদৌসী।
৯. ‘ফেরারী সূর্য’ উপন্যাসের রচয়িতা - রাবেয়া খাতুন।

ব্যাকরণ বিরচন
১. ‘সুধাকর’ শব্দের অর্থ - চন্দ্র।
২. বাংলা ভাষার মৌলিক অংশ - চারটি।
৩. ‘ঢাকাই’ শব্দটি গঠিত হয়েছে - প্রত্যয়যোগে।
৪. অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় - তিনভাগে।
৫. নিত্য পুরুষবাচক শব্দ - কবিরাজ, ঢাকী, অকৃতদার, কৃতদার, পুরোহিত ইত্যাদি।
৬. ‘সম্পৃক্ত’ শব্দটির সঠিক অর্থ - সংযুক্ত।
৭. স্বরসংগতির উদাহরণ- দেশি > দিশি।

সন্ধি
অর্ধ + এক = অর্ধেক
পরি + আলোচনা =পর্যালোচনা
বি + অর্থ = ব্যর্থ
রত্ন +আকর = রত্নাকর
সুপ্ + অন্ত = সুবন্ত

সমার্থক শব্দ
গৃহিণী - পত্নী, বধূ, দার, জায়া, বনিতা, অর্ধাঙ্গী
হাতি - গজ, দন্তী, দ্বিপ, হস্তী, কুঞ্জর
অরণ্য - কানন, জঙ্গল, কান্তার, অটবি, বিপিন
কিরণ - রশ্মি, জ্যোতি, ময়ূখ, দীপ্তি, প্রভা।

শুদ্ধ বানান
ক্ষুন্নিবৃত্তি, কনীনিকা, তত্ত্ব, ন্যুব্জ, বন্ধ্যা, শুচিস্মিতা, অতিথি।

বিপরীত শব্দ
বন্ধুর - মসৃণ
সিক্ত - শুষ্ক
আঁটি - শাঁস
নিমগ্ন - উদাসীন
হিত - অহিত
অনুগ্রহ - নিগ্রহ
আদিষ্ট - নিষিদ্ধ।

পারিভাষিক শব্দ
Specimen- নমুনা
Update - হালনাগাদ
Deputation- প্রেষণ
Aesthetics- নন্দনতত্ত্ব
Deed - দলিল।

এক কথায় প্রকাশ
১. জীবিত থেকেও মৃতের মতো - জীবন্মৃত।
২. নূপুরের ধ্বনি - নিক্বণ।
৩. যা আঘাত পায়নি - অনাহত।
৪. যা বিলুপ্ত হচ্ছে - বিলীয়মান।

বাগধারা
কানকাটা - বেহায়া
ভিজে বেড়াল - কপটচারী
বিড়ালের আড়াই পা - বেহায়াপনা
অরণ্যের রোদন - নিষ্ফল আবেদন।

সমাস
বিস্ময়াপন্ন = বিস্ময়কে আপন্ন - দ্বিতীয়া তৎপুরুষ।
দিলদরিয়া = দিল রূপ দরিয়া - রূপক কর্মধারয়।
প্রতিদিন = দিন দিন - অব্যয়ীভাব।

কারক ও বিভক্তি
হামিদ বই পড়ে- কর্তৃকারকে শূন্য।
মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন -করণে ৩য়া।
দীনে দয়া করো - সম্প্রদানে ৭মী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4424 Views
    by bdchakriDesk
    0 Replies 
    928 Views
    by bdchakriDesk
    0 Replies 
    18784 Views
    by bdchakriDesk
    0 Replies 
    18688 Views
    by bdchakriDesk
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]