Page 1 of 1

গণযোগাযোগ ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

Posted: Fri Apr 23, 2021 10:34 am
by tasnima
১. গণযোগাযোগের আদি মধ্য হলো সংবাদপত্র।
২. এডমন্ড বার্ক সর্বপ্রথম গণযোগাযোগে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে আখ্যায়িত করেন।
৩. এডমন্ড বার্ক এর মতে রাষ্ট্রের অঙ্গ বা স্তম্ভ চারটি
-বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ ও গণমাধ্যম ।
৪. যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ে ১৮৭৯-১৮৮৪ সালে প্রথম সাংবাদিকতা বিষয়ে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা চালু হয়।
৫." ইমবেডেড জার্নালিজম" হলো আশ্রয়দাতার মনোরঞ্জনের জন্য সত্যকে গোপন করে মিথ্যাকে বিচিত্র আকারে সত্যরূপে প্রচার করা ।
-এ পদ্ধতির প্রয়োগ ঘাটে মার্কিন যৌথবাহিনীর ইরাক আক্রমণের সময়
৬. গণমাধ্যমকে দুই ভাগে বিভক্ত
-মুদ্রণ মাধ্যম বা প্রিন্ট মিডিয়া
-ইলেকট্রনিক মাধ্যম
৭. বিশ্বের সর্বাধিক বিক্রিত দৈনিক সংবাদপত্র? ইওমুরি শিম্বুন(জাপানি ভাষায়)
৮. বিশ্বের সর্বাধিক বিক্রিত ইংরেজি দৈনিক? টাইমস অফ ইন্ডিয়া।
৯. পারসন অব দ্য ইয়ার নির্বাচন করে? টাইম ম্যাগাজিন।
১০. প্লে-বয় যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন ম্যাগাজিন।
১১. রিডার ডাইজেস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক পারিবারিক ম্যাগাজিন।
১২. Forbs ম্যাগাজিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিশ্বের ক্ষমতাশালী ব্যক্তি দের তালিকা প্রকাশের জন্য বিখ্যাত।
১৩. Asiaweek হংকং ভিত্তিক সংবাদ ম্যাগাজিন।
১৪. AFP(Agency France presse)

-বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা
-সদরদপ্তর প্যারিস, ফ্রান্স
১৫. AP(Associated Press)
-পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থা
-সদরদপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
১৬. রয়টার্স
-সদরদপ্তর লন্ডন ,যুক্তরাজ্য
১৭. BBC(British Broadcasting Corporation)
-পৃথিবীর প্রথম জাতীয় সম্প্রচার মাধ্যম
-১৯২২ সালে ব্রিটিশ ব্রডকাস্টিং কম্পানি নামে প্রতিষ্ঠিত হয়। ১৯২৭ সালে নাম পরিবর্তন করে হয় ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন।
-সদরদপ্তর লন্ডন ,যুক্তরাজ্য
-১১ অক্টোবর ১৯৪১ সাল থেকে বিবিসি বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে।
১৮. আল জাজিরা
-মিডিয়া নেটওয়ার্ক মালিকাধীন কাতারের দোহা থেকে সম্প্রচারিত আরবি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল
-১৯৯৬ সালে যাত্রা শুরু করে, ২০০৬ সালে ইংরেজি ভাষায় সম্প্রচার শুরু করে।
১৯. CNN(Cable News Network)
-যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল
-সদরদপ্তর আটলান্টা ,জর্জিয়া ,যুক্তরাষ্ট্র
২০. আল হুররা
-যুক্তরাষ্ট্রভিত্তিক আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল।

সংগৃহীত:-