Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6970
১. ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রটোকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রাই ডিজিটাল মুদ্রা ।
-কয়েকটি ডিজিটাল মুদ্রা Bitcoin(BTC),Litecoin (LTC),Ethereum(ETH),Ripple(XRP)
২. সাতোশি নাকামোতো বিটকয়েন এর প্রচলন করেন ২০০৮ সালে
৩. ২০১৭ সালে জাপান বিটকয়েন কে স্বীকৃতি দেয়।
৪. ফেসবুক ডিজিটাল মুদ্রা লিব্রা প্রচলনের ঘোষণা দেয় ২০২০ সালে।
৫. সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত লেনদেনের জন্য একক ডিজিটাল মুদ্রা 'আবের' আনার ঘোষণা দিয়েছে।
৬. এশিয়ান কন্টাগিয়ন নামে পরিচিত মুদ্রা সংকট প্রথম শুরু হয় থাইল্যান্ডের ১৯৯৭ সালে।
৭. সাধারনত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলে।উৎপাদন বৃদ্ধি না পেয়ে মুদ্রা সরবরাহ বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি ঘটে।
৮. যুক্তরাজ্যের লন্ডন শহরে প্রথম শেয়ারবাজার আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৭৭৩ সালে।
৯. বিশ্বের বৃহত্তম পুঁজিবাজার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ অবস্থিত নিউইয়র্ক এর ওয়াল স্ট্রিটে
১০. বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পুঁজিবাজার NASDAQ স্টক এক্সচেঞ্জ অবস্থিত নিউইয়র্ক এর ব্রডওয়েতে।
১১. National stock exchange of India limited (NSE) অবস্থিত মুম্বাই ভারতে
১২. Euronext স্টক এক্সচেঞ্জ অবস্থিত আমস্টারডাম, নেদারল্যান্ডস।
১৩. মার্কিন যুক্তরাষ্ট্রে ২৯ জুলাই ১৯২৯ সালে স্টক মার্কেটে দর পতনের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক যে মহামন্দা শুরু হয় তা ইতিহাসে কাল মঙ্গলবার নামে পরিচিত।
১৪. ডলার
-মার্কিন ডলার বিশ্বের সর্বাধিক প্রচলিত মুদ্রা
-হার্ড কারেন্সি এবং চলতি ভাষায় গ্রীন ব্যাক নামে পরিচিত
-এক ডলার সমান ১০০ সেন্ট
১৫. ইউরো
-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সমূহের একক মুদ্রা
-ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল
-১৯৯২ সালের ম্যাসট্রিটচ চুক্তির মাধ্যমে ১ জানুয়ারি ১৯৯৯ শালা ইউরো মুদ্রা চালু হয়
-২০০২ সালে ইউরোপ নোট চালু হয়
-ইউরো মুদ্রা চালু আছে ইউরোপীয় ইউনিয়নের ১৯ টি দেশে এবং এর বাইরের ৬ টি দেশে।

আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি
১. NAFTA(নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট)
-স্বাক্ষরিত ১৯৯২
-কার্যকর ১৯৯৪
-সদস্য তিনটি (যুক্তরাষ্ট্র ,কানাডা ,মেক্সিকো)
২. USMCA(ইউনাইটেড স্টেট মেক্সিকো কানাডা এগ্রিমেন্ট)
-নাফটা বিলুপ্ত করে আর্জেন্টিনা অনুষ্ঠিত জি ২০ সম্মেলনে ২০১৮ সালে চুক্তি স্বাক্ষরিত হয়
-কার্যকর ২০২০ সালে
-সদরদপ্তর মেক্সিকো সিটি ,মেক্সিকো
৩. AFTA(এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া)
-স্বাক্ষর ১৯৯২ সালে সিঙ্গাপুরে
-প্রতিষ্ঠিত ১৯৯৫ সালে
-কার্যকর ২০০৩ সালে
-সদস্য আসিয়ানভুক্ত দশটি দেশ
৪. APTA(এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট)
-স্বাক্ষর ১৯৭৫ সালে
-কার্যকর ১৯৭৬ সালে
-অন্য নাম ব্যাংকক এগ্রিমেন্ট
-সদর দপ্তর ব্যাংকক থাইল্যান্ড
-সদস্য ৭ টি(চীন, দক্ষিণ কোরিয়া ,ভারত, বাংলাদেশ , মঙ্গোলিয়া, লাওস, শ্রীলঙ্কা
৫. EFTA(ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন)
-সদস্য চারটি আইসল্যান্ড , নরওয়ে ,লিচেস্টেন, সুইজারল্যান্ড
-সচিবালয় জেনেভা
৬. LAFTA(ল্যাটিন আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন)
-প্রতিষ্ঠা: ১৯৬০, কার্যকর :১৯৬২
-সদস্য ১৩ টি দেশ
৭. MERCOSUR
-সদস্য চারটি আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে উরুগুয়ে
-সদরদপ্তর মন্টিভিডিও উরুগুয়ে
-উদ্দেশ্য মুক্ত বাণিজ্য
৮. WEF(ওয়ার্ল্ড ইকোনমিক ফ্রম)
-প্রতিষ্ঠা ১৯৭১
-সদরদপ্তর কলগনি, সুইজারল্যান্ড
Collected:-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]