Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#6968
১. CAS( Court of Arbitration for Sports)
-ক্রিয়া ক্ষেত্রে যে কোনো বিরোধ নিষ্পত্তির চূড়ান্ত জায়গা, বা সর্বোচ্চ ক্রিয়া আদালত।
-সদরদপ্তর লুজান ,সুইজারল্যান্ড
২. IOC(International Olympic committee)
-খেলাধুলা কেন্দ্রিক আন্তর্জাতিক সংস্থা
-প্রতিষ্ঠাতা ব্যারন পিয়ারে দ্য কুবার্তা। তিনি আধুনিক অলিম্পিকের জনক এবং অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী।
-সদরদপ্তর লুসান, সুইজারল্যান্ড ।এখানে অলিম্পিক মিউজিয়াম অবস্থিত
-সদস্য ২০৫ টি দেশের জাতীয় অলিম্পিক কমিটি।
৩. ICC(International cricket Council)
-বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা
-সদরদপ্তর দুবাই ,সংযুক্ত আরব আমিরাত।
-আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নিউজিল্যান্ডের আইনজীবী গ্রেগ বার্কলে।
-আইসিসির পূর্ণ সদস্য ১২, সহযোগী সদস্য ৯২
৪. FIFA(International Federation of Association Football)
-আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা
-প্রতিষ্ঠিত ১৯০৪ সালে
-সদরদপ্তর জুরিখ ,সুইজারল্যান্ড
-ফিফার প্রেসিডেন্ট সুইস-ইতালীয় বংশোদ্ভূত জিয়ান্নি ইনফান্তিনো।
-ফিফার সদস্য ২১১ টি(সর্বশেষ জিব্রাল্টার)
-স্লোগান For the God of the Game
৫. International Association of Athletics Federation
-সদর দপ্তর মোনাকো
৬. International hockey Federation
-সদরদপ্তর লুজার্ন,সুইজারল্যান্ড
-স্লোগান Fair play ,Friendship forever
৭. AFC(Asian Football Confederation)
-সদরদপ্তর কুয়ালালামপুর, মালয়েশিয়া
-সদস্য ৪৭ টি
-সভাপতি সালমান আল খলিফা
৮. এশিয়ান ক্রিকেট কাউন্সিল
-সদরদপ্তর কলম্বো ,শ্রীলংকা
-সদস্য ৪৩ টি
-সভাপতি জয় শাহ

সংগৃহীত:-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]