Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6952
সন্ধি
-মস্যাধার = মসী + আধার
সতীশ = সতী + ঈশ
পাবক = পৌ + অক
ণিজন্ত = ণিচ্ + অন্ত
যজ্ঞ = যজ্ + ন
ক্ষুৎপিপাসা = ক্ষুধ্ + পিপাসা
অহর্নিশ = অহঃ + নিশা
মনোহর= মনঃ + হর
ধনুষ্টঙ্কার = ধনুঃ + টঙ্কার
কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয় - আশ্চার্য, ষোড়শ, বনস্পতি, মনীষা, পরস্পর।

সমাস
দুধে-ভাতে - অলুক দ্বন্দ্ব
স্বর্গ-নরক - বিরোধার্থক দ্বন্দ্ব
সিংহপুরুষ - উপমিত কর্মধারয়
একোন (এক দ্বারা ঊন) - তৃতীয় তৎপুরুষ
তালকানা - সপ্তমী তৎপুরুষ
বর্ণচোরা - উপপদ তৎপুরুস
অনুতাপ - প্রাদি সমাস।

সাহিত্য # ২০
ক. প্রাচীন ও মধ্যযুগ
- চর্যাপদের ভাষাতাত্বিক বৈশিষ্ট্য নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন - ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়; ১৯২৬ সালো তার ODBL গ্রন্থে।
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম চর্যাকার - শবরপা।
- যে দুটি ধর্মের মিশ্রণে নাথ ধর্মের সৃষ্টি - শৈব ও বৌদ্ধধর্ম।
-’সতীময়না ও লোরচন্দ্রানী’ কাব্যের শেষাংশ রচনা করেন - আলাওল।
-’কীর্তিলতা’ ও ‘রাজকণ্ঠের মণিমালা’ রচনা দুটি - বিদ্যাপতির।
- রামায়ণের প্রথম মহিলা অনুবাদক - চন্দ্রাবতী।
- শ্রীকর নন্দী অনূদিত মহাভারতের নাম-ছুটিখানী মহাভারত।
- ‘মনসামঙ্গল’ কাব্যের শ্রেষ্ঠ কবি- বিজয়গুপ্ত।
-লালনের গান সর্বপ্রথম সংগ্রহ করেন -রবীন্দ্রনাথ ঠাকুর।
- ‘বিদ্যাসুন্দর’ পালার রচয়িতা - কবি কঙ্ক।
-’ বাইশা’ বলা হয় - মনসামঙ্গল কাব্যকে (২২ জন কবির রচনা)।
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা- বঙ্গকামরূপী।

খ. আধুনিক যুগ ( ১৮০০ - বর্তমান)
- বাঙালি রচিত এবং বাংলা হরফে মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ- ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ (রামরাম বসু ১৮০১)।
- বাংলা গদ্যকে পাঠ্যপুস্তকের বাইরে প্রথম ব্যবহার করেন- রামমোহন রায়।
- বাংলা মৌলিক নাটকের সূত্রপাত - ১৮৫৩ সালে।
- ‘মাকড়সা’ নাটকের রচয়িতা - সিকান্দার আবু জাফর।
- ‘বৃষ্টি ও বিদ্রোহীগণ’ ‘উপন্যাসের রচয়িতা - সৈয়দ শামসুল হক।
- জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ গ্রন্থটি রচনা করেন - শহীদুল জহির।
- ‘নয়নচারা’ গ্রন্থটি মূলত - সৈয়দ ওয়ালীউল্লাহর।
- রবীন্দ্রনাথের যে ছোটগল্পের চরিত্র একজন বাক্প্রতিবন্ধী কিশোরী - সুভা।
- ক্ষুধিত পাষাণ, কঙ্কাল, নিশীথে, গুপ্তধন, মণিহার - রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত গল্প।
-’মোটরযোগে রাঁচির সফর’ ভ্রমণকাহিনীর রচয়িতা- এস ওয়াজেদ আলী।
- ’স্তঁদাল থেকে প্রুস্ত’ গ্রন্থটির রচয়িতা - কবীর চৌধুরী।
-’ গায়ত্রী সন্ধ্যা’ উপন্যাসের রচয়িতা - সেলিনা হোসেন।
- ‘বেলা শেষের গান’ কাব্যগ্রন্থটির রচয়িতা - সত্যেন্দ্রনাত দত্ত।
- বিখ্যাত ’সন্দেশ’ পত্রিকা সম্পাদনা করেছেন - সুকুমার রায়।
- কাজী নজরুলের মানুষ কবিতাটি - সাম্যবাদী কাব্যগ্রন্থের।
- জীবনান্দ দাশকে ‘শুদ্ধতম কবি’ বলে আখ্যায়িত করেছেন- অন্নদাশঙ্কর রায়।
- কেয়ার কাঁটা - সুফিয়া কামালের গল্পগ্রন্থ।
- ‘বিমুখ প্রান্তর’ কাব্যগ্রন্থের রচয়িতা - হাসান হাফিজুর রহমান।
- ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটি - নির্মলেন্দু গুণের কবিতা।
- ‘উপদ্রুত উপকূল’ কাব্যগ্রন্থের রচয়িতা - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    930 Views
    by mousumi
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]