Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#6951
১. টেনিস খেলার উৎপত্তি ইংল্যান্ডে।
২. ইংল্যান্ডের বিখ্যাত টেনিস গ্রাউন্ড উইম্বলডন।
৩. ডেভিস কার্ড চালু হয় ১৯০০ সালে।
৪. গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট মোট চারটি
-উইলম্বডন চ্যাম্পিয়নশীপ
-ফ্রেঞ্চ ওপেন
-অস্ট্রেলিয়ান ওপেন
-ইউএস ওপেন
-গ্র্যান্ডস্লাম খ্যাতি অর্জনের জন্য চারটি ট্রফি জিততে হয়।
৫. সর্বাধিক গ্র্যান্ড স্লাম বিজয়ী পুরুষ রজার ফেদেরার সুইজারল্যান্ড(২০টি)
৬. সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নারী মার্গারেট কোড অস্ট্রেলিয়া (২৪ টি)

"কাবাডি /হাডুডু"
-কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয় ভারতে
-বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি
-কাবাডি খেলার মাঠের পরিমাপ ১৩*১০ মিটার।
-প্রতি দলের খেলোয়াড় ১২ জন খেলতে পারে ৭ জন।
-কাবাডি খেলায় ব্যবহৃত শব্দ লোনা ,লবি
-প্রথম কাবাডি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত রানার্সআপ ইরান।

"হকি, ভলিবল, বক্সিং, বাস্কেটবল, ব্যাডমিন্টন ,দাবা, সাঁতার, টেবিল টেনিস, ওয়াটার পোলো"
১. হকি খেলার উৎপত্তি গ্রিসে।
২. হকি খেলার জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে।
৪. অলিম্পিক হকিতে সর্বাধিক চ্যাম্পিয়ন ভারত পাঁচবার
৫. বিশ্বকাপ হকিতে সর্বাধিক চ্যাম্পিয়ন পাকিস্তান চারবার।
৬. বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা সোহেল আব্বাস পাকিস্তান।
৭. ভলিবল খেলার উৎপত্তি যুক্তরাষ্ট্র।
৮. প্রতি দলের খেলোয়াড় থাকে ৬ জন।
৯. ভলিবল খেলায় মাটি থেকে নেটের উচ্চতা ৮ ফুট প্রায়।
১০. বক্সিং খেলার উদ্ভাবক থিসরাস।
১১. মার্কিন বক্সার মোহাম্মদ আলীর পূর্বনাম ক্যাসিয়াস ক্লে।
১২. বাস্কেটবল খেলার সূচনা যুক্তরাষ্ট্রে।
১৩. বাস্কেটবল খেলার জনক ডক্টর জেমস নেইল স্থিথ।
১৪. প্রতি দলের খেলোয়াড় থাকে বাস্কেটবলে পাঁচজন।
১৫. ব্যাডমিন্টন খেলার উৎপত্তি ইংল্যান্ডে।
১৬. পুরুষদের আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার নাম থমাস কাপ।
১৭. স্ম্যাশ শব্দটির প্রচলিত ব্যাডমিন্টন খেলায়।
১৮. দাবা খেলার উৎপত্তি ভারতে।
১৯. দাবা খেলার আদি নাম চতুরঙ্গ।
২০. বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন কারী নিয়াজ মোর্শেদ।
২১. উপমহাদেশে প্রথম গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন কারী বিশ্বনাথন আনন্দ।
২২. সাঁতার খেলা কে পরিচিত করেন জাপানের সম্রাট সুইজিন।
২৩. অলিম্পিক সাঁতারে সবচেয়ে বেশি স্বর্ণ পদক জয় করেন মাইকেল ফেলপস (২৩ টি)
২৪. টেবিল টেনিস এর প্রচলন ঘটে ইংল্যান্ডে
২৫. বিশ্ব টেবিল টেনিস ট্রফির নাম সোয়েথ লিং কাপ।
২৬. টেবিল টেনিস খেলার সাথে পরিচিত শব্দ Block,Chop,Smash,Topspin
২৭. দলবদ্ধ ভাবে জলে খেলা হয় ওয়াটার পোলো।
২৮. গলফ খেলার উল্লেখযোগ্য টুনামেন্ট Ryder Cup
২৯. আধুনিক বিশ্বের কার রেসিং প্রতিযোগিতা ফর্মুলা ওয়ান।
৩০. ফর্মুলা ওয়ানের সবথেকে বড় আসর গ্রান্ড পিক্স।
৩১. বিখ্যাত খেলোয়াড় উসাইন বোল্টের দেশ জামাইকা।
৩২. কার্ল লুইস দৌড়বিদের দেশ যুক্তরাষ্ট্র।
৩৩. বাস্কেটবল খেলোয়ার মাইকেল জর্ডান দেশ যুক্তরাষ্ট্র।
৩৪. দাবা খেলোয়াড় কাস্পরোভ এর দেশ রাশিয়া।
৩৫. গলফ খেলোয়াড় টাইগার উডসের দেশ যুক্তরাষ্ট্র।
    today job circular - episode 01

    https://www.youtube.com/watch?v=jToEITJdvMg

    বর্ডার গার্ড পাবলিক স্কুল বিজিবি সেক্টর, কোটবাড়ি,[…]

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যাল[…]

    অহিট ফাউন্ডেশন পরিচালিত কনষ্টাকশন কাজে ডিপ্লোমা ইঞ[…]