Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#6948
সোনালী ব্যাংক অফিসার, সিনিয়রঅফিসার ২০১৪, ২০১৩
----------------------------------------------------------------------
১) অপোগন্ড শব্দের অর্থ অপ্রাপ্তবয়স্ক, অপদার্থ
২) বাবা তুর্কি শব্দ৩) বাজারে কাটা অর্থ বিক্রি হওয়া
৪) বীরবল ছদ্মনাম প্রমথ চৌধুরী
৫) সওগাত শব্দের অর্থ উপহার
৬) ব্যাঘাত এর বিশেষণ ব্যাহত
৭) ফুলদানি শব্দের দানি- র ভাষিক পরিচয়, শব্দপ্রত্যয়
৮) বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন মধুসূদন দত্ত
৯) বিলাসী গল্পটি শরৎচন্দ্রের
১০) সিডর সিংহলি ভাষার শব্দ
১১) দোহারা শব্দের অর্থ মোটাও নয়,রোগাওনয়
১২) অপপ্রয়োগের দৃষ্টান্ত নির্ভরশীলতা
১৩) Barren শব্দরে অর্থ ঊষর
১৪) অশুদ্ধ বানান মরুদ্যান, আয়ত্ব
১৫) জঙ্গম শব্দের অর্থ গতিশীল
১৬) পাঞ্জেরী কবিতাটি ফররুখ আহমেদ এর
১৭) ক্ষুণ্নিবৃত্তি এর সন্ধিবিচ্ছেদ ক্ষুধ+নিবৃত্তি
১৮) বায়স শব্দের অর্থ কাক
১৯) নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা লাঙ্গল
২০) কবর নাকটটি মুনীর চৌধুরীর
২১) বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২২) সন্ধি ব্যাকরণের আলোচিত হয় ধ্বনিতত্ত্বে
২৩) রাবণের চিতা বাগধারার অর্থ চির অশান্তি
২৪) শিখা পত্রিকা কোন সংগঠনের মুসলিম সাহিত্য সমাজ
২৫) কমলা কান্তের দপ্তর যে শ্রেণীর রচনা প্রবন্ধ
২৬) বিজ্ঞান শব্দের বি উপসর্গের অর্থ বিশেষ
২৭) আমার সন্তার যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনা ঈশ্বরী পাটনীর
২৮) দশে মিলে করি কাজ বাক্যে দশে কর্তৃকারকে ৭মী বিভক্তি
২৯) নজরুল কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে কবিদার জন্য
৩০) বেগম রোকেয়ার রচনা মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী
৩১) স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কার কথা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
৩২) বাংলায় টি.এস এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩) এ সাবানে কাপড় কাচা চলবে না এখানে সাবানে করনে ৭মী
৩৪) জানালা শব্দটি ফারসি শব্দ৩৫) বাংলা ভাষার প্রথম সাময়িকী দিক দর্শন
৩৬) ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলাভাষার উৎপত্তি গৌড়ীয় প্রাকৃত থেকে
৩৭) বসন্তকুমারী নাটকের রচয়িতা মীর মশাররফ হোসেন
৩৮) বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত
৩৯) পড়েছি মোগলের সাথে খানা খেতে হবে এক সাথে। এর অর্থ বিপদে পড়ে কাজ করা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4 Views
    by bdchakriDesk
    0 Replies 
    19 Views
    by bdchakriDesk
    0 Replies 
    22 Views
    by bdchakriDesk
    0 Replies 
    356 Views
    by shahan
    0 Replies 
    14 Views
    by bdchakriDesk

    ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিধিমোতাবেক উপজেল[…]

    সরকারি বিধিমোতাবেক উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ […]

    হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয় (বড়ঘাট), ডাকঘর: গৌর[…]