Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#6941
বাংলাদেশ ব্যাংক এডি ২০০৬, ২০০৪
-------------------------------------------------
১) কষ্টে অতিক্রম করা যায় যা দুরাতিক্রম্য
২) The rose is a fragrant flower এর বাংলা গোলাপ সুগন্ধি ফুল
৩) পত্রের গর্ভাংশ বলে মূল বিষয়কে
৪) কে জানে দেশে সুদিন আসবেকিনা। বাক্যটি প্রকার করে অনশ্চিয়তা
৫) প্রদীপ নিভে গেল। বাক্যটি সাধারণ অতীত কালের
৬) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আঃ গাফফারচৌধুরী
৭) সংশয় এর বিপরীত প্রত্যয়
৮) আরোহন এর বিপরীত অবরোহণ
৯) সূর্য এর প্রতিশব্দ আদিত্য
১০) জসীমউদদীন রচিত গ্রন্থ সোজন বাদিয়ার ঘাট
১১) শুদ্ধ বাক্য আজ কাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী
১২) শুদ্ধ বানান আলস্য, ঘূর্ণায়মান
১৩) প্রতিশব্দ নয় আগুন কর, আনন্দ- দিপ্তী, বন- সরোজ
১৪) যে সত্য কথা বলে, তাকে সকলে বিশ্বাস করে এর সরল বাক্য সত্যবাদীকে সকলে বিশ্বাস করে
১৫) সঠিক অর্থ সমূহ হাতের পাঁচ- শেষসম্বল, চাঁদের হাট- প্রিয়জন সমাগম, কাকনিদ্রা- অগভীরনিদ্রা, শিরে সংক্রান্তি আসন্নবিপদ, একচোখা পক্ষপাত দুষ্টু
১৬) দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম
১৭) বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অগ্নিবীণা
১৮) আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে কোন কবির কথা জীবনানন্দ দাশ
১৯) মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ভারত চন্দ্র
২০) হরতাল গুজরাটি শব্দ
২১) জাতীয় স্মৃতি সৌধের স্থপতি সৈয়দ মঈনুল হোসেন
২২) সোজন বাদিয়ার ঘাট এর রচয়িতা জসীম উদদীন
২৩) শরৎচন্দ্রের রচনা নয় চোখের বালি
২৪) শুদ্ধ বানান স্বায়ত্তশাসন
২৫) অপপ্রয়োগের দৃষ্টান্ত একত্রিত
২৬) শকট শব্দের অর্থ মাছ
২৭) শেষ লেখা কি জাতীয় রচনা কাব্য
২৮) যে বিষয়ে কোন বিবাদ নেই অবিসংবাদী
২৯) কাজলা দিদি কি যতীন্দ্রমোহন বাগচী রচিত কবিতা
৩০) নীল দর্পন নাটক প্রকাশিত হয় ঢাকা থেকে
৩১) মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় ১৮৬১সালে
৩২) পদ্মাবতী কার রচনা আলাওল
৩৩) ভানুসিংহ যার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪) রবীন্দ্রনাথ নোবেল পান ১৯১৩ সালে
৩৫) বাংলা উপসর্গ অনা
৩৬) চন্ডীদাস যে যুগের কবি মধ্যযুগ
৩৭) কলা দেখানো অর্থ ফাঁকি দেয়া
৩৮) বেগম রোকেয়ার রচনা নয় পদ্মনী
৩৯) প্রথম বাংলা পত্রিকা দিকদর্শন
৪০) হাত চালাও মানে তাড়াতাড়ি করা
৪১) কোন রচনার জন্য নজরুলের জেল হয় আনন্দময়ীর আগমনে
৪২) বঙ্কিম এর বিপরীত ঋজু
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1 Views
    by bdchakriDesk
    0 Replies 
    10 Views
    by bdchakriDesk
    0 Replies 
    289 Views
    by shahan
    0 Replies 
    1005 Views
    by kajol
    0 Replies 
    286 Views
    by raihan

    আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]

    সর্বশেষ সরকারি বিধি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে[…]

    সরকারি বিধিমোতাবেক (নীতিমালা-২০২১) সোনাময়ী উচ্চ ব[…]