Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#6938
১) ভাষার মূল উপাদান ধ্বনি
২) আভরণ শব্দের অর্থ অলংকার
৩) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এখানে কিংবা বিয়োজক অব্যয়
৪) ঢাকের কাঠি বাগধারার অর্থ তোষামুদে৫) বাবুর্চি তুর্কি শব্দ
৬) শুদ্ধ বানান মূর্ধন্য
৭) চীনা শব্দ চা, চিনি
৮) ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
৯) সন্ধির প্রধান সুবিধা উচ্চারণে
১০) কর্মভোগ এড়ানো যায় না এখানে কর্ম অর্থ কৃতকর্ম
১১) তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না প্রশ্নবোধক অর্থে
১২) পাবক শব্দের সমার্থ অগ্নি
১৩) মৃন্ময়ী যে উপন্যাসের নায়িকা সমাপ্তি
১৪) তুমি যাও অনুজ্ঞা
১৫) সঠিক যে টি পথের দাবী ( উপন্যাস)
১৬) আত্নঘাতি বাঙালী নীরদচন্দ্র চৌধুরীর গ্রন্থ
১৭) চতুরঙ্গ পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির
১৮) রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ
১৯) আবোল তাবোল কার সুকুমার রায়
২০) ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন উইলিয়াম কেরি
২১) প্রত্যয়গতভাবে শুদ্ধ উৎকর্ষতা
২২) অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য অন্তমিল থাকেনা
২৩) চাঁদ তদ্ভব শব্দ
২৪) পুণ্যে মতি হোক এখানে পুণ্যে বিশেষ্য
২৫) তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি যৌগিক বাক্য
২৬) আনারস, চাবি পর্তুগিজ শব্দ
২৭) শুদ্ধ বানান নির্নিমেষ
২৮) বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৯) সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়
৩০) ইহলোকে যা সামান্য নয় আলোক সামান্য
৩১) শশী ও কুমুদ চরিত্র দুটি পুতুল নাচের ইতিকথার
৩২) ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ওআভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষায়
৩৩) রাত্রির সমার্থক নয় বারিদ
৩৪) ব্রজবুলি হলো মৈথিলি ভাষার একটি উপভাষা
৩৫) অভিধানে আগে বসবে চাঁটি শব্দি
৩৬) গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান নজরুলের সাম্যবাদী কবিতার লাইন
৩৭) অভিনিবেশ শব্দের অর্থ মনোযোগ
৩৮) সঠিক বাক্য আমার কথাই প্রমাণিত হলো
৩৯) সন্ধ্যায় সূর্য অস্ত যায় নিত্যবৃত্ত অতীত
৪০) সাধুরীতির বৈশিষ্ট্য সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।

Collected:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    121 Views
    by shahan
    0 Replies 
    162 Views
    by raihan
    0 Replies 
    136 Views
    by masum
    0 Replies 
    730 Views
    by shanta
    0 Replies 
    22910 Views
    by shanta

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]