Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6896
চামড়া শিল্প
১. বাংলাদেশ চামড়া গবেষণা ইনস্টিটিউট অবস্থিত সাভার, ঢাকা।
২. চামড়া শিল্প নগরী সাভারে।
৩. ২০১৭ সালে প্রডাক্ট অফ দ্যা ইয়ার ছিল চামড়াজাত পণ্য।
৩. ২০২০ সালের ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য।

বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক শিল্প
১. ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম গার্মেন্টস কোম্পানি রিয়াজ গার্মেন্টস লিমিটেড।
২. প্রথম প্রতিষ্ঠিত শতভাগ রফতানিমুখী গার্মেন্টস কম্পানি দেশ গার্মেন্টস (১৯৭৯)।
৩. দেশের প্রথম গার্মেন্টসপল্লী স্থাপিত হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে।
৪. বাংলাদেশের পরিকল্পিতভাবে স্থাপিত প্রথম গার্মেন্টস দেশ গার্মেন্টস।
৫. গার্মেন্টস পণ্য প্রথম রপ্তানি হয় ফ্রান্সে।
৬. গার্মেন্টস সেক্টরের অভিভাবক প্রতিষ্ঠান বিজিএমইএ।
৭. EU ভিত্তিক গার্মেন্টস ব্যান্ডগুলোর সংগঠন Accord
৮. USA ভিত্তিক গার্মেন্টস ব্যান্ডগুলোর সংগঠন Alliance
৯. গার্মেন্টস মালিক ও বিদেশি ক্রেতাদের মধ্যে মধ্যস্থতা কারী প্রতিষ্ঠান বায়িং হাউজ।
১০. যে ব্যক্তি গার্মেন্ট শিল্পে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে তাকে বলে মার্চেন্ডাইজার।
১১. গার্মেন্টস শিল্পে নিরাপত্তার জন্য শিল্প পুলিশ গঠিত হয় ২০১০ সালে।
১২. বাংলাদেশের গার্মেন্টস বিষয়ে প্রথম প্রশিক্ষণ প্রদান করে দক্ষিণ কোরিয়ার Daewoo কোম্পানি।
১৩. যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ জিএসপি সুবিধা পায় ১৯৭৬ সাল থেকে।
১৪. যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে ২০১৩ সালে।

বাংলাদেশের শিল্প কারখানা ও অবস্থান
১. বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা টঙ্গী ও খুলনা।
২.বাংলাদেশের প্রথম কয়লা শোধনাগার দিনাজপুর (বিরামপুর হার্ড কোক লিমিটেড)।
৩. বাংলাদেশের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা চট্টগ্রাম (চট্টগ্রাম স্টিলমিল)।
৪. বাংলাদেশের একমাত্র মেশিন টুলস ফ্যাক্টরী গাজীপুর।
৫. বাংলাদেশের একমাত্র অস্ত্র কারখানা গাজীপুর।
৬. বাংলাদেশের একমাত্র রেওন মিল চন্দ্রঘোনা রাঙ্গামাটি (কর্ণফুলী রেওন মিল)।
৭. বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার পতেঙ্গা, চট্টগ্রাম (ইস্টার্ন রিফাইনারি)।
৮. বাংলাদেশের মোটরসাইকেল সংযোগ কারখানা টঙ্গী গাজীপুর (এটলাস বাংলাদেশ লিমিটেড)।
৯. বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক গজারিয়া ,মুন্সিগঞ্জ।

বাংলাদেশের শিল্প যা কিছু প্রথম
১. যাত্রীবাহী জাহাজ এমবি বাঙালি।
২. জাহাজ নির্মাণ কারখানা নারায়ণগঞ্জ।
৩. সিমেন্ট কারখানা ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড সিলেট।
৪. বিদেশী ঔষধ রপ্তানি করে বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড।
৫. কাগজ কল কর্ণফুলী পেপার মিলস লিমিটেড, চন্দ্রঘোনা,রাঙামাটি।
৬. পাটকল আদমজী জুট মিলস নারায়ণগঞ্জ (বর্তমানে বন্ধ আছে)।
৭. চিনিকল নর্থ বেঙ্গল চিনিকল (গোপালপুর ,নাটোর)
৮.গার্মেন্টস কম্পানি রিয়াজ গার্মেন্টস লিমিটেড।
৯. শতভাগ রফতানিমুখী গার্মেন্টস দেশ গার্মেন্টস লিমিটেড।
১০. সার কারখানা ন্যাচারাল গ্যাস ফার্মাসিটিক্যাল ফ্যাক্টরী লিমিটেড ,ফেঞ্চুগঞ্জ, সিলেট।

বাংলাদেশের শিল্পী যা কিছু বৃহত্তম
১. কাগজ কল কর্ণফুলী পেপার মিলস লিমিটেড, চন্দ্রকোনা ,রাঙ্গামাটি।
২. চিনিকল কেরু এন্ড কোম্পানি লিমিটেড, চন্দনা, চুয়াডাঙ্গা।
৩. সার কারখানা শাহজালাল সার কারখানা, ফেঞ্চুগঞ্জ, সিলেট।
৪. বেসরকারি খাতে একক বৃহত্তম সার কারখানা কর্ণফুলী সার কারখানা আনোয়ারা ,চট্টগ্রাম।
৫. জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা খুলনা শিপইয়ার্ড লিমিটেড।
৬. লৌহ ও ইস্পাত কারখানা চট্টগ্রাম (চট্টগ্রাম)।
৭. বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার বৃহত্তম সিমেন্ট কারখানা লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি, ছাতক, সুনামগঞ্জ।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
১. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত হয় ১৯৭২ সালে।
২. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত হয় ২০০১ সালে।
৩. ২০১০ সালে প্রবাসীদের ঋণ সহায়তা দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
৪. বাংলাদেশের আইন অনুযায়ী গত বছরের নিচের শিশুদের শ্রমিক নিয়োগ করা যাবে না? ১৪ বছর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    545 Views
    by tamim
    0 Replies 
    426 Views
    by raja
    0 Replies 
    447 Views
    by rajib
    0 Replies 
    454 Views
    by mousumi
    0 Replies 
    798 Views
    by raja

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]