Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6894
১. স্বীকৃত আন্তঃসীমান্ত নদ নদী ৫৭ টি।
২. ভারতের সাথে আন্তঃসীমান্ত নদী ৫৪ টি।
৩. মিয়ানমারের সাথে আন্তঃসীমান্ত নদী ৩ টি।
৫. বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদী নদীর মধ্যে কুলিক নামের একটি নদ বাংলাদেশের উৎপন্ন হয়ে ভারতে প্রবেশ করেছে আর বাকি ৫৩ টি ভারতে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
৬. প্রযুক্তি ও প্রযুক্তি কমপ্লেক্স এবং ডাক ভবন অবস্থিত ঢাকার আগারগাঁও।
৭. ছিয়াত্তরের মন্বন্তর ১১৭৬ সালে ইংরেজি ১৭৭০ সাল
৮. ১৮৩১ সালে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে তিতুমীর পরাজিত ও নিহত হন।

"দৈনন্দিন বিজ্ঞান"
১. একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত।
২. প্রতিদিন আমাদের ২০ থেকে ৩০ গ্রাম আঁশযুক্ত খাবার গ্রহণ করা উচিত।
৩. রাফেজ মূলত সেলুলোজ দিয়ে তৈরি।
৪. মানব দেহের বৃদ্ধি ঘটে ২০-২৪ বছর পর্যন্ত।
৫. কোনটির অভাবে অস্থির পুষ্টি ব্যাহত হয়? ক্যালসিয়াম।

"বাংলা"
১. কপোতাক্ষ নদ' কবিতায় প্রকাশ পেয়েছে স্মৃতিকাতরতা।
২. বাংলা কাব্যে সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত।
৩. কপোতাক্ষ নদ' কবিতায় পরিচালনায় কয়টি মাত্রা আছে? ১৪ টি।
৪. জসীমউদ্দীন জন্মগ্রহণ ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে।
৫. জসীম উদ্দিনের নকশী কাঁথার মাঠ কাব্য বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
৬. বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির গুলোকে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়।
৭. ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন কে বলে বর্ণ।
৮. বাংলা বর্ণমালায় মোট বর্ণ রয়েছে ৫০ টি।
৯. বাংলা বর্ণমালায় কার চিহ্ন রয়েছে ১০ টি।
১০. ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা।
১১. ব্যঞ্জনবর্ণের ফলা চিহ্ন ৬ টি।
১২. বাংলা ভাষার মৌলিক রূপ এর কয়টি রীতি? ২ টি।
১৩. আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা।
১৪. ভাষার সর্বজনগ্রাহ ও সময়কালের সর্বোচ্চ মার্জিত রূপ কে বলে প্রমিত ভাষারীতি।
১৫. সাধুরীতিতে সর্বনাম ও ক্রিয়া পদ এর পূর্ণরূপ ব্যবহৃত হয়।
১৬. সাধু ভাষায় তৎসম শব্দের প্রাধান্য বেশি।

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    23535 Views
    by shanta
    0 Replies 
    350 Views
    by raihan
    0 Replies 
    310 Views
    by masum
    0 Replies 
    1042 Views
    by shanta
    0 Replies 
    1436 Views
    by sajib

    মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)-এর রাজস্ব […]

    নাসিম ওসমান মডেল হাই স্কুল এন্ড কলেজ, বন্দর, নারায[…]

    মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ, মাধবদী, নরসিংদী এর […]

    বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) জনবল কা[…]