Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6892
১. মুজিববর্ষ কী?
উ: মুজিববর্ষ হলো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ। অর্থাৎ জাতির পিতার জন্মের ১০০তম বছর পূর্তি উপলক্ষে পরবর্তী এক বছর উদযাপিত বর্ষই মুজিববর্ষ।
২. মুজিববর্ষ ঘোষণা করা হয় কবে?
উ: ১২ জানুয়ারি ২০১৯।
৩. মুজিববর্ষের সময়কাল কত?
উ: মার্চ ২০২০- মার্চ ২০২১।
৪. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সভাপতি কে?
উ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি কে?
উ: জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম।
৬. বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ক্ষণগণরা শুরু হয় কবে?
উ: ১০ জানুয়ারি ২০২০ থেকে।
৭. বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে প্রথম ইভেন্ট ছিল কোনটি?
উ: বঙ্গবন্ধু বিপিএল; ১১ ডিসেম্বর ২০১৯-১৭ জানুয়ারি ২০২০।
৮. বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠ করা কবিতার শিরোনাম কী?
উ: বাবা; রচয়িতা শেখ রেহানা।
৯. বঙ্গবন্ধুর জন্মক্ষণের সাথে মিল রেখে ১৭ মার্চ ২০২০ রাত ৮টায় অনুষ্ঠিত অনুষ্ঠানের নাম কী?
উ: মুক্তির মহানায়ক।
১০. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ইনস্টিটিউটের সূচনা করে?
উ: বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি।
১১. বঙ্গবন্ধু রিসার্চ ইনস্টিটিউটের প্রধান কে?
উ: অধ্যাপক ড. ফকরুল আলম।
১২. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কোন প্রতিষ্ঠান ‘বঙ্গবন্ধু চেয়ার’ স্থাপন করে?
উ: বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC)।
১৩. BPATC এর ’বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগ লাভ করেন কে?
উ: প্রখ্যাত ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
১৪. কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে এ পদে নিয়োগ দেয়া হয় কোন সময়ের জন্য?
উ: মার্চ ২০২০- জুন ২০২১।
১৫. কথাসাহিত্যিক সেলিনা হোসেন এ পদে দায়িত্ব গ্রহণ করেন কবে?
উ: ১১মার্চ ২০২০।
১৬. ২০২০ সালের একুশে গ্রন্থমালা উৎসর্গ করা হয় কাকে?
উ: মুজিববর্ষকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
১৭. বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কোন নদীকে ‘বঙ্গবন্ধু মৎস হেরিটেজ’ ঘোষণা করা হয়?
উ: হালদা নদীকে।
১৮. মুজিববর্ষের লোগো ডিজাইনার কে?
উ: ডিজাইনার শিল্পী সব্যসাচী হাজরা।
১৯. মুজিববর্ষের লোগো উন্মোচন হয় কবে?
উ: ১০ জানুয়ারি ২০২০।
২০. মুজিববর্ষের থিম সং কী?
উ: তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর
আকাশে - বাতাসে বজ্রকণ্ঠ, তোমার কণ্ঠস্বর।
২১. মুজিববর্ষের থিম সং এর গীতিকার কে?
উ: থিম সং এর গীতিকার - ড. কামাল আবদুল নাসের চৌধুরী (কবি কামাল চৌধুরী)।
২২. থিম সং এর সুরকার ও সংগীত পরিচালক কে?
উ: নকিব খান।
২৩. থিম সং এর কণ্ঠ শিল্পী কে কে?
উ: কণ্ঠশিল্পী- বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, মো. রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, খায়রুল আনাম শাকিল, সাজেদ আকবর, ফাহিম হোসেন চৌধুরী, ফরিদা পারভীন, মমতাজ বেগম,নকীব খান, কুমার বিশ্বজিৎ, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, কনা, এলিটা করিম, কোনাল, সাব্বির জামান ও প্রিয়াঙ্কা গোপ।
২৪. মুজিববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্র ডাকবিভাগ বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডাকচিহ্ন প্রকাশ করে কবে?
উ: ১৭মার্চ ২০২০।
২৫. UNESCO কবে মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করে?
উ: ২৫ নভেম্বর ২০১৯।
২৬. UNESCO ‘র কততম সাধারণ অধিবেশনে মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করে?
উ: ৪০তম।
২৭. UNESCO ‘র ৪০তম সাধারণ অধিবেশন কবে কোথায় অনুষ্ঠিত হয়ে?
উ: ১২-২৭ নভেম্বর ২০১৯; প্যারিস, ফ্রান্স।
২৮. ১৭ মার্চ ২০২০ স্মরণীয় করে রাখতে ইংল্যান্ডের সারে শহর কোন দিবস পালন করে?
উ: বঙ্গবন্ধু দিবস।
২৯. বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম স্থায়ী প্রতিকৃতি স্থাপন করা হয়?
উ: মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক শহরে (ম্যুরাল উন্মোচন ১৬ আগস্ট ২০২০)।
    Similar Topics

    হাজী শরীয়তউল্লাহ কলেজ, সখিপুর, শরীয়তপুর এর জন্য […]

    শাকনাইট মোহন মাখন (এম.এম) উচ্চ বিদ্যালয়, পোঃ নবীন[…]

    সর্বশেষ সরকারি বিধি ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, […]

    ফাতেমা গার্লস হাই স্কুল, গ্রাম: মুরাদপুর, ডাকঘর: ত[…]