Page 1 of 1

৪০তম বিসিএস (বিশেষ) প্রিলি, পরীক্ষায় আসা সাম্প্রতিক প্রশ্ন ও ব্যাখ্যাসহ উত্তর

Posted: Sat Mar 06, 2021 11:08 pm
by kajol
০১. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা তে কয়টি লক্ষ্য রয়েছে?
ক. ১৫ খ. ১৭ গ. ২১ ঘ. ২৭
উত্তর ও ব্যাখ্যা: ২০১২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলনে এমডিজি’র উপর ভিত্তি করে গৃহিত টেকসেই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডাতে লক্ষ্য রয়েছে ১৭টি। ১৭টি লক্ষ্যভিত্তিক এসডিজি এর সময়কাল ধরা হয়েছে ২০১৬-২০৩০ সাল। সুতরাং উত্তর খ

০২. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে?
ক. সেপ্টেম্বর ২০১৮ খ. মার্চ ২০১৯ গ. ফেব্রুয়ারি ২০১৯ ঘ. ডিসেম্বর ২০১৮
উত্তর ও ব্যাখ্যা: আন্তর্জাতিক নিরাপত্তার একটি বাৎসরিক সম্মেলন হলো ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’ যা প্রতিবছরের ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়। ১৯৬৩ সালে প্রথম অনুষ্ঠিত হওয়া এ সম্মেলনের সর্বশেষ ৫৫তম সম্মেলনটি অনুষ্ঠিত হয় ১৫-১৭ ফেব্রুয়ারি ২০১৯। সুতরাং উত্তর গ

০৩. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে--
ক. New Development Bank (NDB) খ. BRICS Development Bank (BDB)
গ. Economic Development Bank (EDB) ঘ. Institutional Commercial Bank (ECB)
উত্তর ও ব্যাখ্যা: ১৫-১৬ জুলাই ২০১৪ ব্রাজিলের ফোর্তালেজা শহরে BRICS তার ষষ্ঠ সম্মেলনে New Development Bank (NDB) নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করে, যা ২১ জুলাই ২০১৫ চীনের সাংহাই শহরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। সুতরাং উত্তর ক

০৪. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করে?
ক. ইথিওপিয়া খ. জাম্বিয়া গ.লাইবেরিয়া ঘ. জিবুতি
উত্তর ও ব্যাখ্যা: চীন ১ আগস্ট ২০১৭ বিদেশের মাটিতে তার প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করে পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে। ভূ-রাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানও তাদের সামরিক ঘাঁটি স্থাপন করে। সুতরাং উত্তর ঘ হবে।

০৫. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি ২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
ক. এবোটাবাদ খ. বালাকোট গ. কোয়েটা ঘ. গিলগিট
উত্তর ও ব্যাখ্যা: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোট ভারত ২৭ ফেব্রুয়ারি ২০১৯ সামরিক বিমান হামলা পরিচালনা করে। উত্তর খ

০৬. নিচের কোন দেশে ২০২২ সালে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে?
ক. ইতালি খ. যুক্তরাষ্ট্র গ. ভারত ঘ. ব্রাজিল
উত্তর ও ব্যাখ্যা: ২০২২ সালে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে এবং ২০২১ সালে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ইতালিতে। উত্তর গ

০৭. শ্রীলংকার কোন সমুদ্রবন্দর ৯৯ বছরের জন্য চীনের নিকট লিজ দেওয়া হয়েছে?
ক. ত্রিঙ্কোমালী খ. হাম্বানটোটা গ. গল বন্দর ঘ. পোর্ট অব কলম্বো
উত্তর ও ব্যাখ্যা: শ্রীলংকা তার হাম্বানটোটা সমুদ্রবন্দর ২০১৭ সালের ডিসেম্বরে চীনের নিকট ৯৯ বছরের জন্য চীনের নিকট লিজ দেয়। শ্রীলংকার বৃহত্তম সমুদ্র বন্দর হচ্ছে কলম্বো এবং দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হচ্ছে হাম্বানটোটা। উত্তর খ

০৮. জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি-৫ (P-5) বলতে কি বুঝায়?
ক. নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র খ. পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
গ. পাঁচটি জাতিসংঘ সংস্থা ঘ. উপরের কোনটি নয়

০৯. বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
ক. কাটোউইস, পোল্যান্ড খ. প্যারিস, ফ্রান্স গ. রোম, ইতালি ঘ. বেইজিং, চীন
উত্তর ও ব্যাখ্যা: বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর ২০১৮) অনুষ্ঠিত হয় পোল্যান্ডের কাটোউইস-এ। উত্তর ক

১০. বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ--
ক. ২ কোটি ৪০ লক্ষ একর
খ. ২ কোটি ৫০ লক্ষ একর
গ. ২ কোটি ২৫ লক্ষ একর
ঘ. ২ কোটি ২১ লক্ষ একর
উত্তর ও ব্যাখ্যা: বিবিএস প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৭ অনুযায়ী দেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ ২ কোটি ১১ লক্ষ একর। উত্তর নাই বলে কাছাকাছি অপশনকে উত্তর ধরা যায়। উত্তর ঘ

১১. ২০১৮ সালে বাংলাদেশের Per Capita GDP (Nominal) কত?
ক. ১৭৫০ মার্কিন ডলার
খ. ১৭৫১ মার্কিন ডলার
গ. ১৭৫২ মার্কিন ডলার
ঘ. ১৭৫৩ মার্কিন ডলার
উত্তর ও ব্যাখ্যা: অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে সাময়িক Per Capita GDI Per Capita GDP ১৬৭৭ মার্কিন ডলার। উত্তর গ

১২. বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়--
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তর ও ব্যাখ্যা: বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। সর্বশেষ (৫ম) আদমশুমারি হয় ২০১১ সালে এবং ষষ্ঠ আদমশুমারি (জনশুমারি) অনুষ্ঠিত হবে ২০২১ সালে। উত্তর গ

১৩. ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
ক. ৪০ বিলিয়ন মার্কিন ডলার
খ. ৪১ বিলিয়ন মার্কিন ডলার
গ. ৪২ বিলিয়ন মার্কিন ডলার
ঘ. ৪৩ বিলিয়ন মার্কিন ডলার
উত্তর ও ব্যাখ্যা: ২০১৭-২০১৮ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত ৪১ বিলিয়ন মার্কিন ডলার। উত্তর খ

১৪. ২০১৮-২০১৯ অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে--
ক. সাড়ে ৪ হাজার কোটি টাকা
খ. সাড়ে ৫ হাজার কোটি টাকা
গ. সাড়ে ৩ হাজার কোটি টাকা
ঘ. সাড়ে ৬ হাজার কোটি টাকা
উত্তর ও ব্যাখ্যা: ২০১৮-২০১৯ অর্থবছরে বাজেটে প্রণোদনা বা ভর্তুকি বরাদ্দ রাখা হয়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকা। উত্তর ক

১৫. ২০১৮ সালে বাংলাদেশের জিডিপি’তে শিল্পখাতের অবদান কত শতাংশ ছিল?
ক. ২৯.৬৬%
খ. ৩০.৬৬%
গ. ৩২.৬৬%
ঘ. ৩৩.৬৬%
উত্তর ও ব্যাখ্যা: বিবিএস এর তথ্যমতে ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি’তে শিল্পখাতের অবদান ৩৩.৬৬ শতাংশ। উত্তর ঘ

১৬. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়--
ক. ৭ ফেব্রুয়ারি ১৯৭৩
খ. ৭ জানুয়ারি ১৯৭৩
গ. ৭ মার্চ ১৯৭৩
ঘ. ৭ এপ্রিল ১৯৭৩
উত্তর ও ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় ৭ মার্চ ১৯৭৩। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয় ৩০ ডিসেম্বর ২০১৮। উত্তর গ
১৭. তৃনমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়--
ক. ১৩ হাজার ১২৫টি
খ. ১৩ হাজার ১৩০টি
গ. ১৩ হাজার ১৩৬টি
ঘ. ১৩ হাজার ১৪টি
উত্তর ও ব্যাখ্যা: ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি জাতীয় সংসাদের প্রশ্নোত্তর পর্বে তৎকালী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মে. নাসিমের তথ্যমতে, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয় ১৩ হাজার ১৩৬টি। উত্তর গ
Collected:-